Thursday, 12 May 2016

Bimal. Kumar. Ramhari. Lekhaa.

বিমল । কুমার । রামহরি । লেখা ।


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়


From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে বিমল । কুমার । রামহরি । লেখা ।

From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা (১৯৩৯) ।

 

------------------------------------------------------------

[ ১৯৩৯ সাল । কিছু কাল্পনিক কথোপকথন ।  ]

------------------------------------------------------------



[পমি আর টুনু ।]

পমি ।। যাবার মিলবে না অনুমতি ?

টুনু ।। বাবার বিচিত্র মতিগতি ।
আপিস কামাই করে যাওয়া চাই 
আমি দেখলেই ক্ষতি !

পমি ।। (অথচ) মেসোমশায়েরই ‘মৌচাক’ থেকে পড়া – 
ষোল বছরের পুরনো বাঁধান সে-পত্রিকার তাড়া ।

টুনু ।। তখন বাবা তো নিজেই স্কুলে ।
বলে নতুন কিস্তি ‘মৌচাক’-এ এলে, খাওয়া-নাওয়া যেত ভুলে ।

পমি ।। বই পড়তে চাইলে ফাইন । আর দেখার  বেলায় আইন ?
___________________________________________


[টুনু-র বাবা পমি-র বাবা]

টুনু-র বাবা ।। কী করে বোঝাই, প্রায় মিল নাই, লেখায়-বায়স্কোপে
গল্প ওদের, হল বড়দের – যুক্তি টেঁকে না ধোপে ।

পমি-র বাবা ।। চাইনে ঠকিতে – রয়েছে টকিতে - করাল করালী ? খুলির হেঁয়ালি ?

টুনু-র বাবা ।। (আরও) নেমেছে morally, ছবির করালী – আড্ডার অধিকারী
মজলিশে  ভিড় মোদো জুয়াড়ির, উদ্দাম নাচে নারী ।

পমি-র বাবা ।। বলেন কী ? ইস্ ! ডুব দিই আপিস, আমিও করালী বলে -

টুনু-র বাবা ।। ছেলেকে নিও না । ‘উত্তরা’ হল-এ যেও একলাই চলে ।
_______________________________________________


[টুনু-র মা আর পমি-র মা]

টুনু-র মা ।। কেলেঙ্কারি ! কী কেচ্ছা !
(ইদিকে) পড়েছি বইয়ে, আইবুড়ো হয়ে, থাকবেন নাকি স্বেচ্ছায় ।

পমি-র মা ।। কুমার, বিমল বাবু ?


টুনু-র মা ।। ঘাতকের চেয়ে ঘটকের ভয়ে দুজনেই নাকি কাবু ।
কাল তো এলাম দেখে স্বচক্ষে,
সন্ধানে কার, শ্রীমান কুমার যান বিমল-এর কক্ষে !

পমি-র মা ।। ওঁদের তো কই – নারীহীন বই – মৃণু-ই ব্যতিক্রম,
From the 'Blogus' blog.
দুই-এক বারে, অ্যাডভেঞ্চারে দেখিয়েছে বিক্রম ।

From the 'Blogus' blog.
হিমালয়ের ভয়ঙ্কর’-এ মৃণু
শিল্পী ।। প্রতুল বন্দ্যোপাধ্যায় ।


টুনু-র মা ।। মৃণু নয়, ধুর্ ! কুমার বাবুর অন্য আকর্ষণ
বইয়ে নেই লেখা, ক্যামেরাতে দেখা – খোদ বিমল-এর বোন !

পমি-র মা ।। কেতাবে যে পড়ি, বুড়ো রামহরি বিমল-বাড়িতে একা ... ?
নাম কী বোনের ?

টুনু-র মা ।। লেখা ।

পমি-র মা ।। লেখা  নেইতবু লেখা আছে । এ যে নব প্রহেলিকা ।
From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির দৃশ্য ।
লেখা’-র গানে সঙ্গত করছেন দাদা বিমল
মুগ্ধ শ্রোতা কুমার

টুনু-র মা ।। বৈঠকখানা । লেখা-র গানায়, কুমার গেলেন ভাসিয়া
তাঁদের প্রণয় গাঢ়তর হয়, খাসিয়া পাহাড়ে আসিয়া ।

পমি-র মা ।। মানে ?!
বিমল-ভগিনী লেখা  সঙ্গিনী, ওঁদের অভিযানে ?

লিখেছে কেতাবে, রামহরি যাবে, বিমল-কুমার বাদে ...
কুমার-কুকুর বাঘা বাহাদুর – সে কি একা ঘরে কাঁদে ?

টুনু-র মা ।। নবীন প্রেমের ঠ্যালায় ঘেমে পোষ্য ভুলেছেন
চিরকুমার রবেন না আর, শ্রী কুমারনাথ সেন !
_________________________________________


[টুনু পমি]

টুনু ।। এমনই সে টকি, নেই বাঘা নাকি, কুমারবাবু-র ডাইনে !

পমি ।। বাঘা তবে শুধু ‘বাইন’-এ ?
বিমল-কুমার অ্যাডভেঞ্চার
From the 'Blogus' blog.
তাকে ছাড়া মোরা চাইনে !

From the 'Blogus' blog.
হেমেন্দ্র কুমার রায়
(১৮৮৮ – ১৯৬৩) ।

টুনু ।। আমাদের এই উত্তরেই থাকেন হেমেন রায়
নালিশ করিগে আয় –
ছোটদের বই, বড়দের হাতে কোন্ আইনে চলে যায় ?
টকিতে এবার বিমল-কুমার, অথচ আমরা বাদ
বাঘা বর্জন হল কী কারণ, কীবা তার অপরাধ ?

পমি ।। এমন না ঘটে ফের –
যকের ধন’ তো হকের ধন শুধুই আমাদের ।

_______________________________


---------------------------------------------------

[ ২০১৬ সাল । ফিরে দেখা । ]

---------------------------------------------------



উনচল্লিশ । বাতাসে বিষ । বিশ্বরণ ঘনায় ।
From the 'Blogus' blog.
ফার্স্ট এপ্রিল । বাংলায় থ্রিল । এল ‘উত্তরা’-য় ।


যকের ধন’-এর প্রথম পাঠক, ‘মৌচাক’-এর গ্রাহক
From the 'Blogus' blog.
ষোল বছর পরে তখন, স্বয়ং অভিভাবক ।

পড়েছে এ-টেক্সট, প্রজন্ম নেক্সট, উত্তরাধিকার
নতুন এ টকি, দেখবে তারা কি ? সংশয় বাবা-মা’র

কাহিনিকার ও সহ-গীতিকার খোদ হেমেন্দ্র রায়  
From the 'Blogus' blog.
সুরকার টিম – কর্তা শচীন, ধীরেন দাস মশায় ।


From the 'Blogus' blog.
শচীন দেব বর্মণ, ধীরেন দাস
  
 From the 'Blogus' blog.












From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির লেখাকুমার


জোড়া যুবক । পরিচারক । একটি কুকুর । হায় !
অবিকৃত, হলে চিত্রিত, করবে কি ব্যবসায় ?

বাঘা-কে হটাও । প্রণয় ঢোকাও । লাস্য নৃত্য চাই ।
খান আটেক গান । মাঝেসাঝে ফান । হিট ফর্মুলা ভাই !

বইয়ের কুমার হোন ব্যাচেলর, আইবুড়ো আগমার্কা
এ-ছবিতে তাঁর প্রেমিকা থাকার, ভয়ানক বেশি দরকার ।

বিমল-এর কোন কুটুম কখনও আসেনি তো পুস্তকে
অভাব পুরণ করে তাঁর বোন, বড়পর্দার বুকে ।

From the 'Blogus' blog.
লেখা নাম তার । শীলা হালদার করলেন বাজিমাত ।
From the 'Blogus' blog.
কত ছলাকলা – হন শিশুবালা, করালী-র ডান হাত । ১০
From the 'Blogus' blog.
যখের ধন’ ছবিতে আঙ্গুর চরিত্রে শিশুবালা












From the 'Blogus' blog.


From the 'Blogus' blog.
যখের ধন’ ছবির করালী (অহীন্দ্র চৌধুরী)













From the 'Blogus' blog.
প্রভাস মিলন’ ছবির কৃষ্ণ, সুশীল রায়
ছবিতে হলেন করালী ভিলেন অহীন্দ্র চৌধুরী১১
নায়কযুগল ? কুমার, বিমল ? নেইকো যাঁদের জুড়ি ?


‘প্রভাস মিলন’ করে খ্যাত হন, শিল্পী সুশীল রায়  ১২
মেলে কৃষ্ণ-র তেজ, প্রেমিক ইমেজ, কুমার-এর ভূমিকায় ।

From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.
কুমার-বেশী সুশীল রায়








From the 'Blogus' blog.









বাংলা ভাষার অ্যাডভেঞ্চার – বিমল-ই প্রথম স্বাদ দেয়
From the 'Blogus' blog.চলচ্চিত্রে সেই চরিত্রে – জহর গঙ্গোপাধ্যায় ১৩
From the 'Blogus' blog.
বিমল-বেশী জহর গঙ্গোপাধ্যায়  ।








From the 'Blogus' blog.
 




যখের ধন’ । সমাদৃত হন, পরিচালক হরি ভঞ্জ ? ১৪
কাহিনি ক্লাসিক । টকিও কি ঠিক, মাতায় শহর-গঞ্জ ? ১৫
From the 'Blogus' blog.


(নাকি) ‘ছবি-নয়-বই’ বাঙালি বাবু-ই ফেরেন বেয়াকুল -
উনচল্লিশ ! বঙ্গে কি ইস্ – ফোটে এপ্রিল ফুল ?

From the 'Blogus' blog.
শৈল চক্রবর্তী-অঙ্কিত বিমল-কুমার
যক্ষপতির রত্নপুরী’, ‘রংমশাল’, ১৩৪৮ ।



_______________________________________________________________________________________

[না দেখেই ছবি-প্রসঙ্গে লেখার অপরাধে লিপ্ত হলাম ।
সাধ অপূর্ণ থাকবে জেনেও ‘যখের ধন’ রইল আমার ফিল্ম উইশ লিস্টের শীর্ষে ।] 

_______________________________________________________________________________________


তথ্যসূত্র ।। ‘সোনার দাগ’, গৌরাঙ্গ প্রসাদ ঘোষ ; ‘শিল্পী অভিধান’, সম্পাদনা – তপন রায় ; ‘যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা ] 

_______________________________________________________________________________________

20 comments:

SAYORI said...

JUST AWESOME.
KOTHA THEKE MAATHAY AASE??AAPATO
SHUKNO EKTA BISHOYBOSTU KE CHHONDO MILIYE LEKHA!!!!!TAO PUROTA!!!
ASHOMBHOB ������

Unknown said...

Thank You so much, Sayori !!!
খুব আনন্দ পেলাম । :)

Rustam said...

দুর্দান্ত ভাই, অনেক অজানা তথ্য জানায় পরিণতি পাচেছ তোমার লেখা থেকে। তোমাকে ধন্যবাদ।

Cobra said...

ওঃ ! অসাধারণ কাজ । অসাধারণ সংগ্রহ ।

Unknown said...

অশেষ ধন্যবাদ রুস্তম দা ।
আমাদের অকিঞ্চিৎকর প্রয়াস আপনার ভাল লেগেছে জেনে ভীষণ আনন্দিত হলাম ।

Unknown said...

আন্তরিক কৃতজ্ঞতা জানাই ইন্দ্রনাথ বাবু !
আপনাদের মত সংগ্রাহক, গবেষক বন্ধুদের পাশে পেয়েছি বলেই সাহস করে এই কাজে হাত দেওয়া ।
ভাল থাকবেন । সঙ্গে থাকবেন ।

ঋজু গাঙ্গুলী said...

ধন্যি আপনার গবেষণা। খুঁজে খুঁজে বেরও করেছেন!

Unknown said...

অশেষ ধন্যবাদ ঋজু বাবু ।
'যখের ধন' ছায়াছবি সম্পর্কে ছোটো থেকেই আমার কৌতূহল ।
অথচ কখনও কোন আলোচনা কোথাও চোখে পড়েনি ।
ছবিটা দেখা এ-জীবনে আর সম্ভব নয় - বোধহয় আমাদের কারোরই ।
সেই আক্ষেপ ঘোচাতেই না-দেখে চিত্রালোচনার এই অপরাধ করা ।

Unknown said...

asadharon, onek ojana tothyer sommukhin holam

Unknown said...

অশেষ ধন্যবাদ !
খুব ভাল লাগল ।
Blogus-এ আপনাকে স্বাগত জানাই ।

Arnab said...

Ekdom dharona chilo na! Acha kono betar natok ache? Aar Hemen Roy r onyo Ekta boi r chitro rup hoyeche dekhchi? Tar detail ache?

Unknown said...

'যকের ধন' বা বিমল-কুমার সিরিজ নিয়ে কোন বেতার নাটকের কথা আমার জানা নেই ।
জয়ন্ত-মানিক নিয়ে 'মানুষ পিশাচ' প্রভৃতি খানকয়েক হয়েছিল বটে ।

হেমেন্দ্র কুমার রায়-এর সামাজিক উপন্যাস 'পায়ের ধুলো' চিত্রায়িত হয় জ্যোতিষ মুখোপাধ্যায়-এর পরিচালনায় (১৯৩৫) ।
চিত্রনাট্য এবং গানও লেখকের । নায়ক জহর গঙ্গোপাধ্যায় ।

এছাড়া একটি বইতে, এই ছবিগুলিরও কাহিনিকার হেমেন রায় বলে জেনেছি :
'তরুণী' (১৯৩৪), 'দক্ষযজ্ঞ' (৩৪), 'বিদ্যাসুন্দর' (১৯৩৫), 'শ্রীরাধা' (১৯৪১) ।
তবে এ-তথ্য সঠিক কিনা, মিলিয়ে দেখা হয়নি ।

সর্বোপরি, 'যখের ধন' ছাড়া তাঁর লেখা অবলম্বনে যে-ছবিটি দেখার আমার অসীম লোভ, তা 'দেড়শ খোকার কাণ্ড' (১৯৫৯) ।
শুনেছি তাতে অতিথি শিল্পী রূপে স্বয়ং 'খোকা-খুকুর বন্ধু' হেমেন রায় অবতীর্ণ হন ।

হোক না পর্দায় - তবু ভাবতে পারো, স্বচক্ষে সচল হেমেন্দ্র কুমার-কে দেখতে পাচ্ছ ?
উফ !!!

Arnab said...

Dersho Khokar Kando ta jantam, Jokher Dhan r eto details jantam na! Manush Pisach betar natok sunechi, aro ekta duto Jayanta series sunechilam mone hoche..

Unknown said...

হ্যাঁ - 'জয়ন্তর কীর্তি' বোধহয় বেতারে হয় ।
তরুণকুমার ছিলেন সুন্দরবাবুর চরিত্রে ।

sumit said...

maush pisacher betar natoker recording amar kache ache....

Unknown said...

'জয়ন্তর কীর্তি' ছোটবেলায় একবার শুনেছিলাম বেতারে ।
পরে আর সুযোগ হয়নি ।

sankha goswami said...

sriradhay kahinikar noy. gitikar

Unknown said...

ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রীতম বাবু ।
আমিও 'শ্রীরাধা'-র পুস্তিকায় দেখলাম, কথা ও গান : হেমেন্দ্রকুমার রায় ।

sankha goswami said...

dhonnobad.blogus ki chirotore bondho hoei jabe?'kothao ashar alo ki nahi?/sudhai sobar badan chahi'

Unknown said...

এর উত্তর এখনও জানা নেই ...