বিমল । কুমার । রামহরি । লেখা ।
== এই ব্লগে
প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট
আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে
এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
BlOGUS ব্লগে ‘বিমল । কুমার । রামহরি । লেখা ।’ । |
‘যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা (১৯৩৯) । |
------------------------------------------------------------
[ ১৯৩৯ সাল । কিছু কাল্পনিক কথোপকথন । ]
------------------------------------------------------------
[পমি আর টুনু ।]
পমি ।। যাবার মিলবে না অনুমতি ?
টুনু ।। বাবার বিচিত্র মতিগতি ।
আপিস কামাই করে
যাওয়া চাই
আমি দেখলেই ক্ষতি
!
পমি ।। (অথচ) মেসোমশায়েরই ‘মৌচাক’ থেকে পড়া –
ষোল বছরের পুরনো বাঁধান সে-পত্রিকার তাড়া ।
ষোল বছরের পুরনো বাঁধান সে-পত্রিকার তাড়া ।
টুনু ।। তখন বাবা তো নিজেই স্কুলে ।
বলে নতুন কিস্তি
‘মৌচাক’-এ এলে, খাওয়া-নাওয়া যেত ভুলে ।
পমি ।। বই পড়তে চাইলে ফাইন । আর দেখার বেলায় আইন ?
___________________________________________
[টুনু-র বাবা
ও পমি-র বাবা ।]
টুনু-র বাবা ।। কী করে বোঝাই, প্রায় মিল নাই, লেখায়-বায়স্কোপে
গল্প ওদের, হল
বড়দের – যুক্তি টেঁকে না ধোপে ।
পমি-র বাবা ।। চাইনে ঠকিতে – রয়েছে টকিতে - করাল
করালী ? খুলির হেঁয়ালি ?
টুনু-র বাবা ।। (আরও) নেমেছে morally, ছবির করালী – আড্ডার অধিকারী
মজলিশে ভিড় মোদো জুয়াড়ির, উদ্দাম নাচে নারী ।
পমি-র বাবা ।। বলেন কী ? ইস্ ! ডুব দিই
আপিস, আমিও করালী বলে -
টুনু-র বাবা ।। ছেলেকে নিও না । ‘উত্তরা’ হল-এ যেও একলাই চলে ।
_______________________________________________
[টুনু-র মা আর
পমি-র মা ।]
টুনু-র মা ।। কেলেঙ্কারি ! কী কেচ্ছা !
(ইদিকে) পড়েছি
বইয়ে, আইবুড়ো হয়ে, থাকবেন নাকি স্বেচ্ছায় ।
পমি-র মা ।। কুমার, বিমল বাবু ?
সন্ধানে কার,
শ্রীমান কুমার যান বিমল-এর কক্ষে !
পমি-র মা ।। ওঁদের তো কই – নারীহীন বই – মৃণু-ই ব্যতিক্রম,
‘হিমালয়ের ভয়ঙ্কর’-এ মৃণু ।
শিল্পী ।। প্রতুল
বন্দ্যোপাধ্যায় । |
টুনু-র মা ।। মৃণু নয়, ধুর্ ! কুমার বাবুর
অন্য আকর্ষণ
বইয়ে নেই লেখা,
ক্যামেরাতে দেখা – খোদ বিমল-এর বোন !
পমি-র মা ।। কেতাবে যে পড়ি, বুড়ো রামহরি
বিমল-বাড়িতে একা ... ?
নাম কী বোনের ?
টুনু-র মা ।। লেখা ।
পমি-র মা ।। লেখা নেই । তবু লেখা আছে । এ যে নব প্রহেলিকা ।
‘যখের ধন’ ছবির দৃশ্য । ‘লেখা’-র গানে সঙ্গত করছেন দাদা বিমল । মুগ্ধ শ্রোতা কুমার । |
টুনু-র মা ।। বৈঠকখানা । লেখা-র গানায়, কুমার গেলেন ভাসিয়া
তাঁদের প্রণয়
গাঢ়তর হয়, খাসিয়া পাহাড়ে আসিয়া ।
পমি-র মা ।। মানে ?!
বিমল-ভগিনী লেখা
সঙ্গিনী, ওঁদের অভিযানে ?
কুমার-কুকুর বাঘা
বাহাদুর – সে কি একা ঘরে কাঁদে ?
টুনু-র মা ।। নবীন প্রেমের ঠ্যালায় ঘেমে
পোষ্য ভুলেছেন
চিরকুমার রবেন না
আর, শ্রী কুমারনাথ সেন !
_________________________________________
[টুনু ও পমি ।]
টুনু ।। এমনই সে টকি, নেই বাঘা নাকি, কুমারবাবু-র ডাইনে !
পমি ।। বাঘা তবে শুধু ‘বাইন’-এ ?
বিমল-কুমার
অ্যাডভেঞ্চার
হেমেন্দ্র কুমার রায় (১৮৮৮ – ১৯৬৩) । |
টুনু ।। আমাদের এই উত্তরেই থাকেন হেমেন রায় ।
নালিশ করিগে আয়
–
ছোটদের বই, বড়দের
হাতে কোন্ আইনে চলে যায় ?
টকিতে এবার বিমল-কুমার,
অথচ আমরা বাদ
বাঘা বর্জন হল কী
কারণ, কীবা তার অপরাধ ?
পমি ।। এমন না ঘটে ফের –
‘যকের ধন’ তো
হকের ধন শুধুই আমাদের ।
_______________________________
---------------------------------------------------
[ ২০১৬ সাল । ফিরে দেখা ।
]
---------------------------------------------------
উনচল্লিশ ।
বাতাসে বিষ । বিশ্বরণ ঘনায় ।
‘যকের ধন’-এর প্রথম পাঠক, ‘মৌচাক’-এর গ্রাহক
পড়েছে এ-টেক্সট,
প্রজন্ম নেক্সট, উত্তরাধিকার
নতুন এ টকি,
দেখবে তারা কি ? সংশয় বাবা-মা’র ।
শচীন দেব বর্মণ, ধীরেন দাস । |
‘যখের ধন’ ছবির লেখা ও কুমার । |
জোড়া যুবক । পরিচারক । একটি কুকুর । হায় !
অবিকৃত, হলে
চিত্রিত, করবে কি ব্যবসায় ?
বাঘা-কে হটাও ।
প্রণয় ঢোকাও । লাস্য নৃত্য চাই ।
খান আটেক গান ।
মাঝেসাঝে ফান । হিট ফর্মুলা ভাই !
বইয়ের কুমার হোন ব্যাচেলর,
আইবুড়ো আগমার্কা
এ-ছবিতে তাঁর
প্রেমিকা থাকার, ভয়ানক বেশি দরকার ।
বিমল-এর কোন
কুটুম কখনও আসেনি তো পুস্তকে
অভাব পুরণ করে
তাঁর বোন, বড়পর্দার বুকে ।
‘যখের ধন’ ছবিতে আঙ্গুর চরিত্রে শিশুবালা । |
‘যখের ধন’ ছবির করালী (অহীন্দ্র চৌধুরী) । |
‘প্রভাস মিলন’ ছবির কৃষ্ণ, সুশীল রায় । |
নায়কযুগল ?
কুমার, বিমল ? নেইকো যাঁদের জুড়ি ?
‘প্রভাস মিলন’ করে খ্যাত হন, শিল্পী সুশীল রায় ১২
মেলে কৃষ্ণ-র
তেজ, প্রেমিক ইমেজ, কুমার-এর ভূমিকায় ।
কুমার-বেশী সুশীল রায় । |
বাংলা ভাষার অ্যাডভেঞ্চার – বিমল-ই প্রথম স্বাদ দেয়
বিমল-বেশী জহর গঙ্গোপাধ্যায় । |
‘যখের ধন’ । সমাদৃত হন, পরিচালক হরি ভঞ্জ ? ১৪
কাহিনি ক্লাসিক ।
টকিও কি ঠিক, মাতায় শহর-গঞ্জ ? ১৫
(নাকি) ‘ছবি-নয়-বই’ বাঙালি বাবু-ই ফেরেন বেয়াকুল -
উনচল্লিশ ! বঙ্গে কি ইস্
– ফোটে এপ্রিল ফুল ?
(নাকি) ‘ছবি-নয়-বই’ বাঙালি বাবু-ই ফেরেন বেয়াকুল -
শৈল চক্রবর্তী-অঙ্কিত বিমল-কুমার
। ‘যক্ষপতির রত্নপুরী’, ‘রংমশাল’, ১৩৪৮ । |
_______________________________________________________________________________________
[না দেখেই
ছবি-প্রসঙ্গে লেখার অপরাধে লিপ্ত হলাম ।
সাধ অপূর্ণ থাকবে জেনেও ‘যখের ধন’ রইল আমার ফিল্ম উইশ লিস্টের শীর্ষে ।]
সাধ অপূর্ণ থাকবে জেনেও ‘যখের ধন’ রইল আমার ফিল্ম উইশ লিস্টের শীর্ষে ।]
_______________________________________________________________________________________
তথ্যসূত্র ।। ‘সোনার দাগ’, গৌরাঙ্গ প্রসাদ ঘোষ ; ‘শিল্পী অভিধান’, সম্পাদনা – তপন রায় ; ‘যখের ধন’ ছবির প্রচারপুস্তিকা ।]
_______________________________________________________________________________________
20 comments:
JUST AWESOME.
KOTHA THEKE MAATHAY AASE??AAPATO
SHUKNO EKTA BISHOYBOSTU KE CHHONDO MILIYE LEKHA!!!!!TAO PUROTA!!!
ASHOMBHOB ������
Thank You so much, Sayori !!!
খুব আনন্দ পেলাম । :)
দুর্দান্ত ভাই, অনেক অজানা তথ্য জানায় পরিণতি পাচেছ তোমার লেখা থেকে। তোমাকে ধন্যবাদ।
ওঃ ! অসাধারণ কাজ । অসাধারণ সংগ্রহ ।
অশেষ ধন্যবাদ রুস্তম দা ।
আমাদের অকিঞ্চিৎকর প্রয়াস আপনার ভাল লেগেছে জেনে ভীষণ আনন্দিত হলাম ।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই ইন্দ্রনাথ বাবু !
আপনাদের মত সংগ্রাহক, গবেষক বন্ধুদের পাশে পেয়েছি বলেই সাহস করে এই কাজে হাত দেওয়া ।
ভাল থাকবেন । সঙ্গে থাকবেন ।
ধন্যি আপনার গবেষণা। খুঁজে খুঁজে বেরও করেছেন!
অশেষ ধন্যবাদ ঋজু বাবু ।
'যখের ধন' ছায়াছবি সম্পর্কে ছোটো থেকেই আমার কৌতূহল ।
অথচ কখনও কোন আলোচনা কোথাও চোখে পড়েনি ।
ছবিটা দেখা এ-জীবনে আর সম্ভব নয় - বোধহয় আমাদের কারোরই ।
সেই আক্ষেপ ঘোচাতেই না-দেখে চিত্রালোচনার এই অপরাধ করা ।
asadharon, onek ojana tothyer sommukhin holam
অশেষ ধন্যবাদ !
খুব ভাল লাগল ।
Blogus-এ আপনাকে স্বাগত জানাই ।
Ekdom dharona chilo na! Acha kono betar natok ache? Aar Hemen Roy r onyo Ekta boi r chitro rup hoyeche dekhchi? Tar detail ache?
'যকের ধন' বা বিমল-কুমার সিরিজ নিয়ে কোন বেতার নাটকের কথা আমার জানা নেই ।
জয়ন্ত-মানিক নিয়ে 'মানুষ পিশাচ' প্রভৃতি খানকয়েক হয়েছিল বটে ।
হেমেন্দ্র কুমার রায়-এর সামাজিক উপন্যাস 'পায়ের ধুলো' চিত্রায়িত হয় জ্যোতিষ মুখোপাধ্যায়-এর পরিচালনায় (১৯৩৫) ।
চিত্রনাট্য এবং গানও লেখকের । নায়ক জহর গঙ্গোপাধ্যায় ।
এছাড়া একটি বইতে, এই ছবিগুলিরও কাহিনিকার হেমেন রায় বলে জেনেছি :
'তরুণী' (১৯৩৪), 'দক্ষযজ্ঞ' (৩৪), 'বিদ্যাসুন্দর' (১৯৩৫), 'শ্রীরাধা' (১৯৪১) ।
তবে এ-তথ্য সঠিক কিনা, মিলিয়ে দেখা হয়নি ।
সর্বোপরি, 'যখের ধন' ছাড়া তাঁর লেখা অবলম্বনে যে-ছবিটি দেখার আমার অসীম লোভ, তা 'দেড়শ খোকার কাণ্ড' (১৯৫৯) ।
শুনেছি তাতে অতিথি শিল্পী রূপে স্বয়ং 'খোকা-খুকুর বন্ধু' হেমেন রায় অবতীর্ণ হন ।
হোক না পর্দায় - তবু ভাবতে পারো, স্বচক্ষে সচল হেমেন্দ্র কুমার-কে দেখতে পাচ্ছ ?
উফ !!!
Dersho Khokar Kando ta jantam, Jokher Dhan r eto details jantam na! Manush Pisach betar natok sunechi, aro ekta duto Jayanta series sunechilam mone hoche..
হ্যাঁ - 'জয়ন্তর কীর্তি' বোধহয় বেতারে হয় ।
তরুণকুমার ছিলেন সুন্দরবাবুর চরিত্রে ।
maush pisacher betar natoker recording amar kache ache....
'জয়ন্তর কীর্তি' ছোটবেলায় একবার শুনেছিলাম বেতারে ।
পরে আর সুযোগ হয়নি ।
sriradhay kahinikar noy. gitikar
ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রীতম বাবু ।
আমিও 'শ্রীরাধা'-র পুস্তিকায় দেখলাম, কথা ও গান : হেমেন্দ্রকুমার রায় ।
dhonnobad.blogus ki chirotore bondho hoei jabe?'kothao ashar alo ki nahi?/sudhai sobar badan chahi'
এর উত্তর এখনও জানা নেই ...
Post a Comment