Friday, 20 May 2016

A Ghanada Forecast

মুকুর মায়া, ডস-এর ছায়া


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  

From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে মুকুর মায়া, ডস-এর ছায়া

 


From the Blogus blog.
প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট ঘনাদা,
শিল্পী : অজিত গুপ্ত

From the Blogus blog.

মায়া-মুকুরপূজাবার্ষিকী,
দেব সাহিত্য কুটীর, ১৯৪০ ।



[ধরুন আসছে-কাল । বলছি না কোন্ সাল মৃত ছাপা বুক ফেসবুকও নেই আর । 
এফ বিতকমা ফিউচার বংকরেন ব্যবহার । 
ওয়েবসাইট তবু রয়ে গেছে কিছু লুপ্ত বাংলা ভাষে । 
অতীত বাঙালি দাঁড়ান বুঝি ফিউচার বং’-পাশে । 
ডস’ = ঘনশ্যাম দাসপি বি’ = পূজাবার্ষিকী 
এবার পড়ুন দিকি ।]



(কুতূহলী এফ বিসে এক, সঙ্গে যন্ত্র টীচার । 
বং’-কে বাংলা শিখিয়ে থাকেন, নাম বংটারপ্রেটার)


ফিউচার বং [এফ বি] ।। ময়ে আ, ইয়-এ আ ... 

বংটারপ্রেটার ।। ধুর ! এই পি বি-টার নাম মায়া-মুকুর  
নিচে স্ক্রোল করে নিজে পড় দেখি কে এডিটর  

ফিউচার বং ।। লেটার, বংটারপ্রেটার । মাস্টারি তোর থামা ।   
বেরোয় এটাতে  ঘনাদা-র কারনামা ? 

বংটারপ্রেটার ।।মায়া-মুকুর’-এর সালটায় দে না দৃষ্টি 
এরও পাঁচটি বছর বাদে ঘনশ্যাম-এর সৃষ্টি

ফিউচার বং ।। তাহলে আছেটা কী ? প্রেম...

বংটারপ্রেটার ।। শেম ! কিশোর পি বি-তে লাভ স্টোরি ? কী রিসার্চ আহা মরি মরি

ফিউচার বং ।। উফ, প্রেম নয় ... মানে ক্রিয়েটর অফ ডস

বংটারপ্রেটার ।। প্রেমেন্দ্র মিত্র, boss ! তাঁরই পদ্য পয়লা পাতায় ।
এই মুকুরে সত্য দেখায় 
                     স্বপন-মধুর,
তবু দিশা মিলবে তাহার 
                     -  যে পথ সুদূর । 

ফিউচার বং
।। এতেও বাজছে সায়েন্স ফিকশন-সুর । আজকে যা ড্রিম, সত্যি হবে তা কাল ।

বংটারপ্রেটার ।। বাঃ ! বুদ্ধির টাঁকশাল । ... করো সবুর । মিত্র মশায়ের কাহিনিও আছে মামাবাবু-র । 
From the 'Blogus' blog
প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়



ফিউচার বং ।। অভিযাত্রী চরিত্র সেই ? বৈজ্ঞানিক ?

বংটারপ্রেটার ।। ঠিক

ফিউচার বং ।। নাদুসনুদুস ।

বংটারপ্রেটার ।। ঘুম পছন্দ ।

ফিউচার বং ।। ছবি এঁকেছেন প্রতুল বন্দ্যো উপন্যাসের নামটি বেদম টাফ !


From the 'Blogus' blog
উপত্যকার অভিশাপ, ‘মায়া-মুকুর’ । লেখক : প্রেমেন্দ্র মিত্র



বংটারপ্রেটার ।।উপত্যকার অভিশাপ
হাঁস-এর আগেই এসে গেছে এতে বিগড়ি-র বিবরণ । 
থীমেও কিন্তু ঘনশ্যাম-এর ধরন সায়েন্সের অপব্যবহার ।
মায়া-মুকুরভর্তি ঘনাদা-মশলার সমাহার । ... 
  
গোয়েন্দা ও গুপ্তচরএই লেখাটাই ধর ।
স্পাইগিরি টেকনিক । অল বৈজ্ঞানিক । 
বাঁধানো দাঁতের পাটিতে লুকিয়ে গুপ্ত খবর লীক

From the 'Blogus' blog
গোয়েন্দা ও গুপ্তচর, ‘মায়া-মুকুর’ । লেখক : বিশু মুখোপাধ্যায়





ফিউচার বং ।। ঘ্যাম ! ঘনশ্যাম-এর ফলস টীথ-এ ছিল ক্যাম । 

কার লেখা অধ্যায় ?

বংটারপ্রেটার ।। বিশু মুখোপাধ্যায় ... 
ছুঁচ ইয়াদ আছে তোর ?

 ফিউচার বং ।। শিওর । 
একটি পিপেট ভর্তি ছিল অ্যানিমোন উজ্জ্বল ।
তাই দিয়ে ডস রক্ত-রাঙা করেন নদীর জল ।
  
বংটারপ্রেটার ।। ঐ আলো-দানকারী প্রাণী নিয়ে আছে আর্টিকল ।

ফিউচার বং ।। ইনক্ল্যুডিং ক্রীচার্স অফ দ্য ডীপ ?
  
বংটারপ্রেটার ।। ক্ষিতীন্দ্রনারায়ণ-এর জীবন্ত প্রদীপ 

From the 'Blogus' blog
জীবন্ত প্রদীপ, ‘মায়া-মুকুর’ । লেখক : ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
ফিউচার বং ।। টেরিফিক ! এত লেখার ভিত্তি সায়েন্টিফিক !

বংটারপ্রেটার ।। তাই মায়া-মুকুর’-এর সম্পাদক কে জানা দরকার  

ফিউচার বং ।। কে ? 

বংটারপ্রেটার ।। থাক্এদিকে নজর দে ।

চীনের চালাকীবাই পি সি সরকার 
দেবমূর্তিকে কথা বলানোর ম্যাজিক ।


From the 'Blogus' blog
চীনের চালাকী, ‘মায়া-মুকুর’ । লেখক : পি সি সরকার

ফিউচার বং ।। ফুঃ । ভেন্ট্রিলোকুইজম ডস-এর পুরনো ট্রিক ।

বংটারপ্রেটার ।। আর শোন্ । এই হচ্ছে মায়া-মুকুর’-এর খাঁটি স্পিরিট –

ফিউচার বং ।। এক মিনিট বললি না তো এডিটর কে ? হুডানিট ?

বংটারপ্রেটার ।। আপনারে কভু ভেবো না ক্ষুদ্র, ভাবিও না দীন তুমি,
                       তুমি নিতে পার জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি

From the 'Blogus' blog
মায়া-মুকুর (কবিতা), ‘মায়া-মুকুর’ । লেখক : কাজী নজরুল ইসলাম

ডাক দেন নজরুলবিকশিত হোক পরাধীন দেশে না-ফোটা সব ফুল ।

ফিউচার বং ।। ঘনাদা-কেও একই লক্ষ্যে সৃষ্টি করা নয় তো ?

বংটারপ্রেটার ।। প্রচ্ছন্নভাবে হয়ত... 

এই মেজাজেই কলম ধরেন ধীরেন্দ্রলাল ধর 
ভারতবাসী ভীরু নয় লক্ষ্য কর - 
নিজেকে ধুপের মত জ্বালিয়ে অপরকে গন্ধদান করাই ভারতের আদর্শ ।

From the 'Blogus' blog
ভারতবাসী ভীরু নয়, ‘মায়া-মুকুর’ । লেখক : ধীরেন্দ্রলাল ধর

ফিউচার বং ।। সব কিছুতেই পাচ্ছি আজকে ঘনশ্যাম-এর স্পর্শ । দেশের জন্য, দশের জন্য

বংটারপ্রেটার ।। ডস ! ধর মশায়ের এই গল্পে, দিয়ে নিজের জান, সাবমেরিন-ভর্তি সাহেব, একজন বাঁচান । মানুষটি এদেশি ।

ফিউচার বং ।। ঘনাদা-ও তো তাই করেছেন উইথ আ লিটল শিশি ! ... 
তাহলে এই বুঝি - বিজ্ঞান-গলিঘুঁজি, গুপ্তচরের গুপ্তকথা, সায়েন্টিফিক জাদু সেই কালের কিশোরদের কাছেও সুস্বাদু ।

বংটারপ্রেটার ।। ফ্রম হেমেন রায় টু প্রেমেন - লেখক দিতেন এই সাবধান-বার্তা তার সাথে : বিজ্ঞান যেন অস্ত্র না হয় ধ্বংসকামীর হাতে ।

ফিউচার বং ।। শৃঙ্খলিত শিশু দেখত মায়া-মুকুরে মুক্তি নই কমজোর, আমার রয়েছে শীর্ষ জয়ের শক্তি ।

বংটারপ্রেটার ।। সমকালের জ্ঞান-দর্শন, স্বদেশীয় সব ট্রেন্ড, গুলে গিয়ে শেষে ঘনাদা-য় হল ব্লেন্ড ।

ফিউচার বং ।। কিন্তু প্রমাণ চাইবে লোকে । ছোটদের এসব লেখাপত্তর পড়ত কি তাঁর চোখে ?

বংটারপ্রেটার ।। কার ?

ফিউচার বং ।। ডস-এর ক্রিয়েটর ।

বংটারপ্রেটার ।। হুম ...

আরও একটি বৈজ্ঞানিকী’ ‘মায়া-মুকুর’-এর পাতায় । লেখক বিমল ঘোষনাম শুনলেই বাজবে ঘণ্টি মাথায় ।


From the 'Blogus' blog
পোকামাকড়ের যন্ত্রপাতি, ‘মায়া-মুকুর’ । লেখক : বিমল ঘোষ

ফিউচার বং ।। পি ও ক-এ আ-কার ... পড়ে দাও না হাতি !

বংটারপ্রেটার ।।পোকা-মাকড়ের যন্ত্রপাতি 
যত পতঙ্গ আর কীট, প্রাকৃ্তিক গ্যাজেট তাদের গায়েই থাকে ফিট । কিছু বলছে মেমারি ?

ফিউচার বং ।। মশক-মুখে বসানো সেই বাক্স ডাক্তারি !

বংটারপ্রেটার ।। দ্যাটস বেটার ।

ফিউচার বং ।। বংটারপ্রেটার ! এটাও লেখা বিফোর মশা ?

বংটারপ্রেটার ।। বছর পাঁচেক পূর্বে । তোর মিথ্যে পি বি চষা ! মিলিয়ে দেখ না সাল ।

ফিউচার বং ।। অর্থাৎ কিনা ভুঁইফোঁড় নন, ঘনাদা হলেন ফসল আপন কালের ।

বংটারপ্রেটার ।। আবার ঘড়ি-ঘেরাটোপ টপকে, এক্কেবারে হালের । এফ বি, এবার আসি । সাইন আউট করলাম ।

ফিউচার বং ।। বাই বাই ... আরে থাম্ ! বললি না তো মায়া-মুকুর’-এর এডিটর-এর নাম ?

বংটারপ্রেটার ।। স্ক্রোল আপ করে নিজেই নিস পড়ে । সী ইউ আগেন ।

ফিউচার বং ।। প-য়ে র-ফলা এ ম-য়ে এ-কার এন ...

From the 'Blogus' blog
মায়া মুকুর-এর সম্পাদকের নাম !

 

[লুপ্ত না হয় বঙ্গ ভাঁড়ার, বিবিধ তার রত্ন - অনাগত ফিউচার বং, কোরো এইটুক যত্ন । 
চাইছি না কেউ স্যালারি । তোমার তরেই সাজানো BlOGUS, রইল ঘনাদা গ্যালারি ]


__________________________________________________________________________________________________

মায়া-মুকুর’, দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকী (১৯৪০) 
প্রেমেন্দ্র মিত্র-র ঘনশ্যাম দাস বা ঘনাদা-র প্রথম গল্প 'মশা' (১৯৪৫) । 
চিত্রকর তথা ‘মায়া-মুকুর-এর প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৯০৩ ১৯৭৪) 
প্রেমেন্দ্র মিত্র-র মামাবাবু সিরিজের দ্বিতীয় কাহিনি । গ্রন্থ নাম ড্র্যাগনের নিশ্বাস’ (১৯৪৮) 
ঘনাদা-র গল্প হাঁস’ (১৯৫৭) 
ঘনাদা-র গল্প ছুঁচ’ (১৯৬৩ পূর্ববর্তী) 
ঘনাদা-র গল্প শিশি’ (১৯৫৯) 
ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট : http://ghanada.wix.com/ghanada-gallery

__________________________________________________________________________________________________


অনলাইন পত্রিকা ‘বহুমুখী’, আশ্বিন ১৪২২, তৃতীয় সংখ্যায় প্রকাশিত । বহুমুখী’-কে ধন্যবাদ ।
BlOGUS-এর জন্য পরিমার্জিত ।

__________________________________________________________________________________________________

6 comments:

Arnab said...

Eita ageo porechi, abar porte pelam, khub khusi...kokhono somoy sujog hole Mayamukur r sondhan deben

Unknown said...

অশেষ ধন্যবাদ অর্ণব !
'মায়া-মুকুর'-এর সন্ধান পেলে নিশ্চয় জানাব ।

Unknown said...

মায়া মুকুরের কিছু লেখা পড়তে ইচ্ছে করছে! সম্ভব হলে পোস্ট করার অনুরোধ রইল।

Unknown said...

অশেষ ধন্যবাদ কেয়া দেবী ।
অবশ্যই চেষ্টা করব ।

sumit said...

maya mukur bodh hoy amar kache ache...dekhchi

Unknown said...

Blogus ব্লগে আপনাকে স্বাগত জানাই, সুমিত বাবু ।