বিচিত্রিত বিদ্যাসাগর
== এই ব্লগে প্রদর্শিত অপরের
রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
BlOGUS ব্লগে ‘বিচিত্রিত বিদ্যাসাগর’ । |
মনোরঞ্জন
ভট্টাচার্য-র ‘সাগর-প্রসঙ্গ’ থেকে । শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত । |
মনোরঞ্জন
ভট্টাচার্য
(১৯০৩ - ১৯৩৯) ।
জাপানি
গোয়েন্দা হুকাকাশি-র স্রষ্টা । ব্যাস্ ।
এই
পরিচয় চাপা দিয়েছে তাঁর যাবতীয় অন্যান্য কীর্তি ।
মনোরঞ্জন ভট্টাচার্য ।
কাহিনি-কবিতা
ছাড়াও নিয়মিত নিবন্ধ লিখতেন তিনি ।
স্ব-সম্পাদিত
‘রামধনু’ পত্রিকায়
।
ভূগোল । ইতিহাস । বিজ্ঞান ।
থাকত নানা ব্যক্তিত্বের কথাও ।
যেমন
‘সাগর-প্রসঙ্গ’ (‘রামধনু’, পৌষ ১৩৪১) ।
এক
সংক্ষিপ্ত সরস রচনা যার কেন্দ্রে বিদ্যাসাগর ।
সঙ্গে
ফণীভূষণ গুপ্ত (১৯০০ – ১৯৫৬)-কৃত প্রতিকৃতি ।
আসলে
এই অলংকরণ ছিল শিল্পী-অঙ্কিত ‘চিত্রে বিদ্যাসাগর জীবনী’ সিরিজের একটি ছবির
অংশ ।
‘সাগর-প্রসঙ্গ’ বেরনর বহুপূর্বেই ‘রামধনু’-তে তার ধারাবাহিক উদয় (ফাল্গুন
১৩৩৫ – আষাঢ় ১৩৩৭) ।
একালের
চিত্রপ্রেমী পাঠকগণ কি এই সিরিজ দেখার সুযোগ পেয়েছেন ? বা আদৌ পাবেন ?
সেই আক্ষেপ মেটাতেই BlOGUS-এর এই সংরক্ষণ-প্রয়াস ।
ইন্টারনেটে রাখা ‘রামধনু’ থেকে ।
ফণী গুপ্ত মহাশয়ের নাম বললেই অন্য একজনের চেহারা মনে আসে ।
কুমুদরঞ্জন
মল্লিক-এর ‘রামসুক তেওয়ারী’ ।
কুমুদরঞ্জন
মল্লিক রচিত ‘রামসুক তেওয়ারী’ কবিতার অলংকরণ ।
(বাঁদিকে) দেব সাহিত্য কুটীর প্রকাশিত ‘ছোটদের
চয়নিকা’ (১৩৩৮) থেকে ।
(ডানদিকে) ‘রামধনু’, ভাদ্র
১৩৩৮ থেকে ।
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত ।
মনোরঞ্জন
ভট্টাচার্য (১৯০৩ - ১৯৩৯) । |
জাপানি গোয়েন্দা হুকাকাশি-র স্রষ্টা । ব্যাস্ ।
এই পরিচয় চাপা দিয়েছে তাঁর যাবতীয় অন্যান্য কীর্তি ।
মনোরঞ্জন ভট্টাচার্য ।
কাহিনি-কবিতা ছাড়াও নিয়মিত নিবন্ধ লিখতেন তিনি ।
স্ব-সম্পাদিত ‘রামধনু’ পত্রিকায় ।
ভূগোল । ইতিহাস । বিজ্ঞান । থাকত নানা ব্যক্তিত্বের কথাও ।
যেমন ‘সাগর-প্রসঙ্গ’ (‘রামধনু’, পৌষ ১৩৪১) ।
এক সংক্ষিপ্ত সরস রচনা যার কেন্দ্রে বিদ্যাসাগর ।
সঙ্গে ফণীভূষণ গুপ্ত (১৯০০ – ১৯৫৬)-কৃত প্রতিকৃতি ।
আসলে এই অলংকরণ ছিল শিল্পী-অঙ্কিত ‘চিত্রে বিদ্যাসাগর জীবনী’ সিরিজের একটি ছবির অংশ ।
‘সাগর-প্রসঙ্গ’ বেরনর বহুপূর্বেই ‘রামধনু’-তে তার ধারাবাহিক উদয় (ফাল্গুন ১৩৩৫ – আষাঢ় ১৩৩৭) ।
একালের চিত্রপ্রেমী পাঠকগণ কি এই সিরিজ দেখার সুযোগ পেয়েছেন ? বা আদৌ পাবেন ?
সেই আক্ষেপ মেটাতেই BlOGUS-এর এই সংরক্ষণ-প্রয়াস ।
ফণী গুপ্ত মহাশয়ের নাম বললেই অন্য একজনের চেহারা মনে আসে ।
কুমুদরঞ্জন মল্লিক-এর ‘রামসুক তেওয়ারী’ ।
কুমুদরঞ্জন
মল্লিক রচিত ‘রামসুক তেওয়ারী’ কবিতার অলংকরণ । (বাঁদিকে) দেব সাহিত্য কুটীর প্রকাশিত ‘ছোটদের চয়নিকা’ (১৩৩৮) থেকে । (ডানদিকে) ‘রামধনু’, ভাদ্র ১৩৩৮ থেকে । শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত । |
দু’বার দুটি স্বতন্ত্র ছবি । প্রায় বিজ্ঞাপনের ‘বিফোর ’ আর ‘আফটার ’
ঢঙে ।
তাতেই স্পষ্ট ধরা পড়ে রামসুক-এর অসুখ ।
‘রামধনু’ ও ‘শিশুসাথী’ পরিবারের অন্যতম ছিলেন সরকারি আর্ট স্কুল-এর
শিক্ষক ফণীভূষণ ।
হুকাকাশি-র প্রথম অলংকরণও তাঁরই ।
খগেন্দ্রনাথ মিত্র
লেখেন,
“বাংলা শিশু-সাহিত্যে চিত্রাঙ্কন রীতিতে পরিবর্তন এনে
তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন ।”
“বাংলা শিশু-সাহিত্যে চিত্রাঙ্কন রীতিতে পরিবর্তন এনে
তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন ।”
‘চিত্রে বিদ্যাসাগর জীবনী’ ছবিতে গল্প ।
প্রত্যেক মাসে একটি করে রঙিন প্যানেল । মোট ১৪ টি ।
সঙ্গে ক্যাপশন ছাড়াও বিস্তারিত চিত্র-পরিচয় ।
তার রচয়িতা হয়ত খোদ তৎকালীন সম্পাদক মনোরঞ্জন ।
ভাদ্র ১৩৩৬ সংখ্যায় প্রকাশিত হয় নিচের বিজ্ঞপ্তি ।
বোঝা
যায়, কত নিখুঁতভাবে এই সিরিজ উপস্থাপিত করতে আগ্রহী ছিল ‘রামধনু’
।
মাঘ মাসে বেরয় আরেকটি নোটিস ।
কিস্তিতে কিস্তিতে চিত্র-কাহিনি কি ইতিপূর্বে কখনও বাংলা সাময়িকপত্রে ছাপা হয় ?
মাঘ মাসে বেরয় আরেকটি নোটিস ।
কিস্তিতে কিস্তিতে চিত্র-কাহিনি কি ইতিপূর্বে কখনও বাংলা সাময়িকপত্রে ছাপা হয় ?
কমিক্স-এক্সপার্টগণ কী
বলেন ?
ময়ূখ
চৌধুরী-র ‘মৃত্যুহীন প্রাণ’ থেকে ‘অমর
চিত্র কথা’ ।
বারবার কমিক্সের নায়ক হয়েছেন বীরসিংহের সিংহশিশু ।
ফণীভূষণ গুপ্ত-র এই ভুলে-যাওয়া ছবি-জীবনী বুঝি তাদের পূর্বসূরি ।
বারবার কমিক্সের নায়ক হয়েছেন বীরসিংহের সিংহশিশু ।
ফণীভূষণ গুপ্ত-র এই ভুলে-যাওয়া ছবি-জীবনী বুঝি তাদের পূর্বসূরি ।
10 comments:
Splendid! Completely unknown to me! I only know about Amar Chitro Kotha edition of Vidyasagar! But this one...difference between you and me is the eyes, thanks a lot to let me know.
Thank you so much Arnab !
I discovered this unknown series from 'Ramdhanu', while researching for 'Manoranjan Museum'. :)
Darun laglo...
মূল্যবান পোস্ট। বাংলা শিশু-কিশোর সাহিত্যের আরও কিছু অবহেলিত ও উপেক্ষিত সম্পদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যে ধন্যবাদ।
Durdanta bhai, ei rakham durlov rachonavr janyo....anek kichu jante parchi.😊
bah bah...eto puroi ojana chilo....chaliye jaan, puro chokka hakachen to prottek ta post e...
অশেষ ধন্যবাদ !
Blogus-এ আপনাকে স্বাগত জানাই ।
অশেষ ধন্যবাদ ঋজুবাবু ।
জানি না এটাই প্রথম ধারাবাহিক বাংলা ছবিতে-কাহিনি কিনা ।
প্রথম না হলেও, আমার কাছে এর মুল্য হ্রাস পায় না ।
অশেষ ধন্যবাদ রুস্তম দা !
আপনাদের ভাল লাগলেই এই সামান্য আয়োজন সার্থক হয় ।
অশেষ ধন্যবাদ দেবজ্যোতি বাবু ।
ভীষণ ভীষণ আনন্দ পেলাম । :)
Post a Comment