'ছায়া পড়ে'ছেন ? কর্নেল এলেন ।
== এই ব্লগে
প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট
আমাদের নয় । ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
BlOGUS ব্লগে ‘'ছায়া পড়ে'ছেন ? কর্নেল এলেন ।’ । |
সৈয়দ মুস্তাফা সিরাজ (১৯৩০ - ২০১২) |
প্রথম কর্নেল-কাহিনি 'ছায়া
পড়ে', অমৃত, ১৯৭০ |
মুর্শিদাবাদে কামানে-কবরে করেন জনাব বিরাজ । নবাব সিরাজ ।
হোটেলে-মহলে কার দেহ পড়ে দেবেন জবাব সিরাজ । সৈয়দ সিরাজ ।
সত্তরে কত ধারাবাহিক
সাজাত ‘অমৃত’ সাপ্তাহিক ।
নটসূর্য-র স্মৃতি-কিরণ
প্রেমেন-শৈল লেখা-ছবি
মার্চে নতুন ‘ছায়া পড়ে’
কর্নেল এল ঘরে ঘরে ।'ছায়া পড়ে', 'অমৃত', ১৯৭০ |
ফ্রেঞ্চকাট ঢাকে গোয়েন্দা chin
তখনও স্যান্টা-শ্মশ্রুহীন ।
সামান্য কেশ । পড়েনি টাক ।
এ-নীলাদ্রি দেখে লাগবে তাক !'ছায়া পড়ে' ধারাবাহিকে কর্নেল নীলাদ্রি সরকার,
শিল্পী : ধ্রুব রায়, 'অমৃত', ১৯৭০ |
সেই রহস্যোপন্যাসে
আকর্ষণীয় বিন্যাসে
যত তদন্ত-তাপ চড়ে
ছবিতেও তার ছায়া পড়ে ।শিল্পী
ধ্রুব রায় (১৯৩৬ - ১৯৯৩) |
‘পোলারিস’ নামে যাঁর কমিক্স
সেই ধ্রুব রায়
করেন মিক্স
মিস্ট্রি এবং মুর্শিদাবাদ –
অলংকরণে দুইয়ের স্বাদ ।
‘অমৃত’ মৃত । নেই সে দিন ।
ছায়া পড়ে আছে ছবিবিহীন
ফার্স্ট কর্নেল বাই সিরাজ
চিত্র লুপ্ত হবে কি আজ ?
হাতড়ে প্রাচীন ‘অমৃত’ পাত্র
কয়েক কিস্তি মিলল মাত্র
ধারাবাহিকের অলংকরণBlOGUS-বক্ষ করল বরণ ।
'ছায়া পড়ে', কিস্তি # ৩, ৪, 'অমৃত',
যথাক্রমে ২৭-০৩-১৯৭০, ০৩-০৪-১৯৭০ । শিল্পী : ধ্রুব
রায় ।
তৃতীয় কিস্তিতে কর্নেল নীলাদ্রি সরকার-এর প্রথম আবির্ভাব ।
তৃতীয় কিস্তিতে কর্নেল নীলাদ্রি সরকার-এর প্রথম আবির্ভাব ।
'ছায়া পড়ে', কিস্তি # ৮, ৯, 'অমৃত',
যথাক্রমে ০১-০৫-১৯৭০, ১৫-০৫-১৯৭০ । শিল্পী : ধ্রুব
রায় ।
অষ্টম কিস্তিতে জানা যায় কর্নেল খ্রিস্টান ।
অষ্টম কিস্তিতে জানা যায় কর্নেল খ্রিস্টান ।
'ছায়া পড়ে', কিস্তি # ১০, ১১, 'অমৃত', যথাক্রমে ২২-০৫-১৯৭০, ২৯-০৫-১৯৭০
। শিল্পী : ধ্রুব রায় ।
'ছায়া পড়ে', কিস্তি # ১৪, ১৫
[অন্তিম কিস্তি], 'অমৃত', যথাক্রমে ১৯-০৬-১৯৭০, ২৬-০৬-১৯৭০ । শিল্পী : ধ্রুব
রায় ।
'ছায়া পড়ে', কিস্তি # ১৫ [অন্তিম কিস্তি]-র টেলপীস, 'অমৃত', ২৬-০৬-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায় । |
________________________________________________________________________________________________________
সৈয়দ মুস্তাফা সিরাজ তথা কর্নেল নীলাদ্রি সরকার-এর প্রথম রহস্য
কাহিনি 'ছায়া পড়ে'
প্রকাশিত হয় পনেরোটি কিস্তিতে, 'অমৃত'
পত্রিকায় ।
কিস্তি # ১
: ২৯ শে ফাল্গুন, ১৩৭৬, শুক্রবার ।
কিস্তি # ১৫ : ১১ ই আষাঢ়, ১৩৭৭, শুক্রবার ।
কিস্তি # ৬, ১২, ১৩ সংগ্রহ করা সম্ভব হয়নি ।
________________________________________________________________________________________________________
14 comments:
Fatiye diyecho guru! Ei somoy e Atin babu r o Ekta bikhyato uponyas ber hoto! Parle tar o chobi dao
অশেষ ধন্যবাদ অর্ণব !
'নীলকণ্ঠ পাখির খোঁজে'-র ছবি আমি অবশ্যই রাখার চেষ্টা করব ।
Even Koel r Kache r illustration gulo o dekhte chai
বেশ । নিশ্চয় চেষ্টা করব ।
অসম্ভব দামী কাজ করেছেন এই দফায়। এই অলংকরণগুলো দেখার সুযোগ পাব, এমনটা ভাবিনি। একটা প্রশ্ন, আমি কর্নেল সমগ্র-র (মানে প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য লেখাগুলো যাতে আছে) যেক'টা খণ্ড পড়েছি, তাতেও "ছায়া পড়ে" পাইনি। হয়তো নজরে পড়েনি।
অসাধারণ!!ছোট্টবেলায় বাবা যখন বাড়িতে 'অমৃত' আনতেন,একদমই পছন্দ হতো না পত্রিকাটি। কমিক্স থাকতো না যে একপাতাও :P
অশেষ ধন্যবাদ ঋজু বাবু !
আপনি একদম মোক্ষম জায়গাটা ধরেছেন ।
আমিও 'কর্নেল সমগ্র' বা সিরাজ সাহেবের বইয়ের তালিকা ঘেঁটে কোথাও 'ছায়া পড়ে' পাইনি ।
তবে কি এটা অন্য নামে গ্রন্থবদ্ধ হয় ?
যদি কোথাও খবর পান, অনুগ্রহ করে জানাবেন । আবারও ধন্যবাদ ।
Durdanto hocche....aro ei dhoroner lekha chai
অশেষ ধন্যবাদ দেবজ্যোতি বাবু !
খুব উৎসাহিত বোধ করছি ।
অবশ্যই চেষ্টা করব Blogus-এ এমন আরও লেখা রাখতে ।
অশেষ ধন্যবাদ ইন্দ্রনীল বাবু !
তবে 'অমৃত'-তে যখন 'ছায়া পড়ে' বেরচ্ছে, তখন কিন্তু তাতে শৈল চক্রবর্তী 'গোয়েন্দা কবি পরাশর' কমিক্স আঁকছেন । :)
Eibar anka niye; Dhruba Roy r mohila choritro anka dekhle Ki mone hoi? Puro Sudhir Moitro, Samir Sarkar effect!
দারুণ বললে অর্ণব ! :)
ছায়া পড়ে বই রূপে বের হয় পাএ'জ থেকে ২০০৬ সালে।
বাঃ ! অশেষ ধন্যবাদ রুস্তম দা ।
এই তথ্য আমরা কোথাও পাচ্ছিলাম না । :)
Post a Comment