Thursday, 14 April 2016

Enter Colonel Niladri Sarkar


'ছায়া পড়ে'ছেন ? কর্নেল এলেন ।


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  


From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে 'ছায়া পড়ে'ছেন ? কর্নেল এলেন ।

 


From the 'Blogus' blog
সৈয়দ মুস্তাফা সিরাজ
(১৯৩০ - ২০১২)
From the 'Blogus' blog
প্রথম কর্নেল-কাহিনি 'ছায়া পড়ে',
অমৃত, ১৯৭০


মুর্শিদাবাদে কামানে-কবরে করেন জনাব বিরাজ । নবাব সিরাজ ।
হোটেলে-মহলে কার দেহ পড়ে দেবেন জবাব সিরাজ সৈয়দ সিরাজ







সত্তরে কত ধারাবাহিক
সাজাত অমৃত’ সাপ্তাহিক ।

কোয়েলের কাছেপাঠকগণ
From the 'Blogus' blog

নটসূর্য-র স্মৃতি-কিরণ
From the 'Blogus' blog

প্রেমেন-শৈল লেখা-ছবি
গোয়েন্দা পরাশর কবি ।
From the 'Blogus' blog


মার্চে নতুন ছায়া পড়ে
কর্নেল এল ঘরে ঘরে ।
From the 'Blogus' blog
'ছায়া পড়ে', 'অমৃত', ১৯৭০


ফ্রেঞ্চকাট ঢাকে গোয়েন্দা chin
তখনও স্যান্টা-শ্মশ্রুহীন ।
সামান্য কেশ । পড়েনি টাক ।
এ-নীলাদ্রি দেখে লাগবে তাক !
From the 'Blogus' blog
'ছায়া পড়ে' ধারাবাহিকে কর্নেল নীলাদ্রি সরকার,
শিল্পী : ধ্রুব রায়, 'অমৃত', ১৯৭০



সেই রহস্যোপন্যাসে
আকর্ষণীয় বিন্যাসে
যত তদন্ত-তাপ চড়ে
ছবিতেও তার ছায়া পড়ে ।
From the 'Blogus' blog
শিল্পী ধ্রুব রায়
(১৯৩৬ - ১৯৯৩)
পোলারিস’ নামে যাঁর কমিক্স
সেই ধ্রুব রায় করেন মিক্স
মিস্ট্রি এবং মুর্শিদাবাদ
অলংকরণে দুইয়ের স্বাদ ।


অমৃত’ মৃত । নেই সে দিন ।
ছায়া পড়ে আছে ছবিবিহীন
ফার্স্ট কর্নেল বাই সিরাজ
চিত্র লুপ্ত হবে কি আজ ?

হাতড়ে প্রাচীন অমৃতপাত্র
কয়েক কিস্তি মিলল মাত্র
ধারাবাহিকের অলংকরণ
BlOGUS-বক্ষ করল বরণ ।



From the 'Blogus' blogFrom the 'Blogus' blog
'ছায়া পড়ে', কিস্তি # , , 'অমৃত', যথাক্রমে ১৩-০৩-১৯৭০, ২০-০৩-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায়


From the 'Blogus' blogFrom the 'Blogus' blog
'ছায়া পড়ে', কিস্তি # , , 'অমৃত', যথাক্রমে ২৭-০৩-১৯৭০, ০৩-০৪-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায়
তৃতীয়
কিস্তিতে কর্নেল নীলাদ্রি সরকার-এর প্রথম আবির্ভাব ।
From the 'Blogus' blogFrom the 'Blogus' blog
'ছায়া পড়ে', কিস্তি # , , 'অমৃত', যথাক্রমে ১০-০৪-১৯৭০, ২৪-০৪-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায়
 
From the 'Blogus' blogFrom the 'Blogus' blog 
'ছায়া পড়ে', কিস্তি # , , 'অমৃত', যথাক্রমে ০১-০৫-১৯৭০, ১৫-০৫-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায়
অষ্টম কিস্তিতে জানা যায় কর্নেল খ্রিস্টান ।


From the 'Blogus' blogFrom the 'Blogus' blog
'ছায়া পড়ে', কিস্তি # , ১১, 'অমৃত', যথাক্রমে ২২-০৫-১৯৭০, ২৯-০৫-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায়

From the 'Blogus' blogFrom the 'Blogus' blog 
'ছায়া পড়ে', কিস্তি # ১৪, ১৫ [অন্তিম কিস্তি], 'অমৃত', যথাক্রমে ১৯-০৬-১৯৭০, ২৬-০৬-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায়



From the 'Blogus' blog
'ছায়া পড়ে', কিস্তি # ১৫ [অন্তিম কিস্তি]-র টেলপীস, 'অমৃত', ২৬-০৬-১৯৭০ । শিল্পী : ধ্রুব রায়
________________________________________________________________________________________________________

সৈয়দ মুস্তাফা সিরাজ তথা কর্নেল নীলাদ্রি সরকার-এর প্রথম রহস্য কাহিনি 'ছায়া পড়ে' 
প্রকাশিত হয় পনেরোটি কিস্তিতে, 'অমৃত' পত্রিকায়
কিস্তি # : ২৯ শে ফাল্গুন, ১৩৭৬, শুক্রবার
কিস্তি # ১৫ : ১১ ই আষাঢ়, ১৩৭৭, শুক্রবার
কিস্তি # , ১২, ১৩ সংগ্রহ করা সম্ভব হয়নি ।
________________________________________________________________________________________________________ 

14 comments:

Arnab said...

Fatiye diyecho guru! Ei somoy e Atin babu r o Ekta bikhyato uponyas ber hoto! Parle tar o chobi dao

Unknown said...

অশেষ ধন্যবাদ অর্ণব !
'নীলকণ্ঠ পাখির খোঁজে'-র ছবি আমি অবশ্যই রাখার চেষ্টা করব ।

Arnab said...

Even Koel r Kache r illustration gulo o dekhte chai

Unknown said...

বেশ । নিশ্চয় চেষ্টা করব ।

ঋজু গাঙ্গুলী said...

অসম্ভব দামী কাজ করেছেন এই দফায়। এই অলংকরণগুলো দেখার সুযোগ পাব, এমনটা ভাবিনি। একটা প্রশ্ন, আমি কর্নেল সমগ্র-র (মানে প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য লেখাগুলো যাতে আছে) যেক'টা খণ্ড পড়েছি, তাতেও "ছায়া পড়ে" পাইনি। হয়তো নজরে পড়েনি।

injoyred.kanjilal@gmail.com said...

অসাধারণ!!ছোট্টবেলায় বাবা যখন বাড়িতে 'অমৃত' আনতেন,একদমই পছন্দ হতো না পত্রিকাটি। কমিক্স থাকতো না যে একপাতাও :P

Unknown said...

অশেষ ধন্যবাদ ঋজু বাবু !
আপনি একদম মোক্ষম জায়গাটা ধরেছেন ।
আমিও 'কর্নেল সমগ্র' বা সিরাজ সাহেবের বইয়ের তালিকা ঘেঁটে কোথাও 'ছায়া পড়ে' পাইনি ।
তবে কি এটা অন্য নামে গ্রন্থবদ্ধ হয় ?

যদি কোথাও খবর পান, অনুগ্রহ করে জানাবেন । আবারও ধন্যবাদ ।

Debajyoti Guha said...

Durdanto hocche....aro ei dhoroner lekha chai

Unknown said...

অশেষ ধন্যবাদ দেবজ্যোতি বাবু !
খুব উৎসাহিত বোধ করছি ।
অবশ্যই চেষ্টা করব Blogus-এ এমন আরও লেখা রাখতে ।

Unknown said...

অশেষ ধন্যবাদ ইন্দ্রনীল বাবু !
তবে 'অমৃত'-তে যখন 'ছায়া পড়ে' বেরচ্ছে, তখন কিন্তু তাতে শৈল চক্রবর্তী 'গোয়েন্দা কবি পরাশর' কমিক্স আঁকছেন । :)

Arnab said...

Eibar anka niye; Dhruba Roy r mohila choritro anka dekhle Ki mone hoi? Puro Sudhir Moitro, Samir Sarkar effect!

Unknown said...

দারুণ বললে অর্ণব ! :)

Rustam said...

ছায়া পড়ে বই রূপে বের হয় পাএ'জ থেকে ২০০৬ সালে।

Unknown said...

বাঃ ! অশেষ ধন্যবাদ রুস্তম দা ।
এই তথ্য আমরা কোথাও পাচ্ছিলাম না । :)