‘কৈলাসে ঘনাদা’ কমিকস - ১
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা
অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের
বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
BlOGUS ব্লগে ‘কৈলাসে
ঘনাদা’ । প্রেমেন্দ্র মিত্র, ঘনাদা, ধ্রুব রায় (ফাল্গুনী) । |
বাংলা খবরের কাগজের কমিকস ?
সে-জিনিস আবার আর কেউ সংরক্ষণ করেন নাকি ?
করেন । পাওয়া গিয়েছিল এমন একজনকে ।
শ্রী দেবাশিস চক্রবর্তী ।
মনে আছে BlOGUS ব্লগের পোস্ট - চারটি ভাগে বিন্যস্ত ‘কমিকসে ‘চারমূর্তি’’ ?
https://blogus-abogusblog.blogspot.in/2016/12/Charmurti-Comics-1.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-2.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-3.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/02/Charmurti-Comics-4.html
আজ রইল দেবাশিস বাবু-র বাঁচিয়ে-রাখা আরও এক আশ্চর্য গুপ্তধনের খবর ।
সম্ভবত ১৩৭৮ সন ।
‘যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত হতে থাকে ‘কৈলাসে ঘনাদা’ চিত্র-কাহিনি ।
ভ্রূ কুঞ্চিত হল তো ?
সত্যিই প্রেমেন্দ্র মিত্র ঐ নামে ঘনাদা-র কোনো কিসসা লিখে যাননি ।
আসলে ছোটগল্পটি সুপরিচিত । কমিকস-সংস্করণে নাম গিয়েছে বদলে ।
একটা সূত্র দিচ্ছি । ‘ঙগারুসেরচঙ্’ !
ঘনা-ঘনিষ্ঠদের পক্ষে ঐটুকুই কাফি ।
ঠিক । ‘হাঁস’ (১৯৫৭) । এই গল্পটিকেই ‘কৈলাসে ঘনাদা’ রূপে চিত্রায়িত করেন ফাল্গুনী ।
[‘হাঁস’-এর প্রথম প্রকাশিত অলংকরণগুচ্ছ প্রদর্শিত হয়েছে ‘ঘনাদা গ্যালারি’-তে :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/short-stories-from-the-1950s ]
কিন্তু পদবিহীন শিল্পী ফাল্গুনী-র পরিচয় ?
অঙ্কনশৈলী ইঙ্গিত দিচ্ছে, ইনি স্বয়ং ধ্রুব রায় (১৯৩৬ - ১৯৯৩), যাঁর অপর এক ছদ্মনাম পোলারিস ।
অবিস্মরণীয় প্রচ্ছদ সহ ঘনশ্যাম-সিরিজের দুখানি গ্রন্থ ‘ঘনাদার ফুঁ’ এবং ‘ঘনাদার হিজ বিজ বিজ’ তাঁরই বিচিত্রিত ।
[দ্রষ্টব্য ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/books-with-new-ghanada-texts ]
এছাড়া ‘শারদীয় পক্ষিরাজ’-এ ‘পরাশরে ঘনাদায়’ (১৯৮২), ‘আঠারো নয় উনিশ’ (১৯৮৩), ‘কালো ফুটো সাদা ফুটো’ (১৯৮৫) ।
‘কৈলাসে ঘনাদা’ কমিকসটির নায়কের সঙ্গে এই গল্পত্রয়ীর ঘনাদা-র সাদৃশ্য সুস্পষ্ট ।
‘কৈলাসে ঘনাদা’ মোট ১৯৭ কিস্তির ধারাবাহিক !
BlOGUS ব্লগের একটি কেন, পাঁচখানি পোস্টও ধারাবাহিক কমিকসটি সম্পূর্ণ প্রদর্শনের পক্ষে যথেষ্ট নয় ।
আজকের ‘‘কৈলাসে ঘনাদা’ কমিকস - ১’-এ রইল কিস্তি # ১ - ২০ ।
কিন্তু গোড়াতেই রসভঙ্গ ।
কিস্তি # ৮ অনুপস্থিত দেবাশিস বাবু-র সংগ্রহে ।
ফলে আমাদের পোস্টেও তা বাদ রইল । ক্ষমা চাইছি ।
সে-জিনিস আবার আর কেউ সংরক্ষণ করেন নাকি ?
করেন । পাওয়া গিয়েছিল এমন একজনকে ।
শ্রী দেবাশিস চক্রবর্তী ।
মনে আছে BlOGUS ব্লগের পোস্ট - চারটি ভাগে বিন্যস্ত ‘কমিকসে ‘চারমূর্তি’’ ?
https://blogus-abogusblog.blogspot.in/2016/12/Charmurti-Comics-1.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-2.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-3.html
https://blogus-abogusblog.blogspot.in/2017/02/Charmurti-Comics-4.html
আজ রইল দেবাশিস বাবু-র বাঁচিয়ে-রাখা আরও এক আশ্চর্য গুপ্তধনের খবর ।
সম্ভবত ১৩৭৮ সন ।
‘যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত হতে থাকে ‘কৈলাসে ঘনাদা’ চিত্র-কাহিনি ।
ভ্রূ কুঞ্চিত হল তো ?
সত্যিই প্রেমেন্দ্র মিত্র ঐ নামে ঘনাদা-র কোনো কিসসা লিখে যাননি ।
আসলে ছোটগল্পটি সুপরিচিত । কমিকস-সংস্করণে নাম গিয়েছে বদলে ।
একটা সূত্র দিচ্ছি । ‘ঙগারুসেরচঙ্’ !
ঘনা-ঘনিষ্ঠদের পক্ষে ঐটুকুই কাফি ।
ঠিক । ‘হাঁস’ (১৯৫৭) । এই গল্পটিকেই ‘কৈলাসে ঘনাদা’ রূপে চিত্রায়িত করেন ফাল্গুনী ।
[‘হাঁস’-এর প্রথম প্রকাশিত অলংকরণগুচ্ছ প্রদর্শিত হয়েছে ‘ঘনাদা গ্যালারি’-তে :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/short-stories-from-the-1950s ]
কিন্তু পদবিহীন শিল্পী ফাল্গুনী-র পরিচয় ?
অঙ্কনশৈলী ইঙ্গিত দিচ্ছে, ইনি স্বয়ং ধ্রুব রায় (১৯৩৬ - ১৯৯৩), যাঁর অপর এক ছদ্মনাম পোলারিস ।
অবিস্মরণীয় প্রচ্ছদ সহ ঘনশ্যাম-সিরিজের দুখানি গ্রন্থ ‘ঘনাদার ফুঁ’ এবং ‘ঘনাদার হিজ বিজ বিজ’ তাঁরই বিচিত্রিত ।
[দ্রষ্টব্য ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/books-with-new-ghanada-texts ]
এছাড়া ‘শারদীয় পক্ষিরাজ’-এ ‘পরাশরে ঘনাদায়’ (১৯৮২), ‘আঠারো নয় উনিশ’ (১৯৮৩), ‘কালো ফুটো সাদা ফুটো’ (১৯৮৫) ।
‘কৈলাসে ঘনাদা’ কমিকসটির নায়কের সঙ্গে এই গল্পত্রয়ীর ঘনাদা-র সাদৃশ্য সুস্পষ্ট ।
‘কৈলাসে ঘনাদা’ মোট ১৯৭ কিস্তির ধারাবাহিক !
BlOGUS ব্লগের একটি কেন, পাঁচখানি পোস্টও ধারাবাহিক কমিকসটি সম্পূর্ণ প্রদর্শনের পক্ষে যথেষ্ট নয় ।
আজকের ‘‘কৈলাসে ঘনাদা’ কমিকস - ১’-এ রইল কিস্তি # ১ - ২০ ।
কিন্তু গোড়াতেই রসভঙ্গ ।
কিস্তি # ৮ অনুপস্থিত দেবাশিস বাবু-র সংগ্রহে ।
ফলে আমাদের পোস্টেও তা বাদ রইল । ক্ষমা চাইছি ।
আমরা ঋণী কমিকস-ভক্ত শ্রী স্বাগত দত্ত বর্মণ-এর কাছে ।
‘কৈলাসে ঘনাদা’-র অমূল্য খাতাখানি তিনিই যত্নসহকারে স্ক্যান করেছেন ।
উপহার দিয়েছেন BlOGUS-কে ।
১৯ শে নভেম্বর ১৯৭১-এ শুরু । সম্ভবত ১৫ ই জুলাই ১৯৭২ তারিখে অন্তিম কিস্তি ।
দৈনিক ‘যুগান্তর’ থেকে কেটে-রাখা ‘কৈলাসে ঘনাদা’ কমিকসের লম্বাটে টুকরোগুলির ওপিঠ পরীক্ষা করে এমনটাই অনুমান করেছেন শ্রী সোমনাথ দাশগুপ্ত ।
তাঁকেও কৃতজ্ঞতা জানাই ।
সর্বোপরি, শ্রী দেবাশিস চক্রবর্তী । অশেষ ধন্যবাদ আপনাকে ।
ভাগ্যিস আপনি ছোটবেলায় সংবাদপত্রের ছবিতে-গল্প এমন সযত্নে জমিয়ে রাখতেন ।
********************************************************************************
‘কৈলাসে ঘনাদা’ কমিকস, কিস্তি ১ - ৭, ‘যুগান্তর’, ১৩৭৮ - ১৩৭৯ (?) । মূল কাহিনি ।। ‘হাঁস’, প্রেমেন্দ্র মিত্র । শিল্পী ।। ফাল্গুনী (ধ্রুব রায়?) । |
এর পরেই বসবার কথা ছিল ‘কৈলাসে ঘনাদা’ কমিকসের কিস্তি # ৮-এর ।
পরিবর্তে রইল এই শূন্যস্থান । আমরা দুঃখিত ।
‘কৈলাসে
ঘনাদা’ কমিকস, কিস্তি ৯
- ১৪, ‘যুগান্তর’, ১৩৭৮
- ১৩৭৯ (?) । মূল কাহিনি ।। ‘হাঁস’, প্রেমেন্দ্র মিত্র । শিল্পী ।। ফাল্গুনী (ধ্রুব রায়?) । |
‘কৈলাসে
ঘনাদা’ কমিকস, কিস্তি ১৫
- ২০, ‘যুগান্তর’, ১৩৭৮
- ১৩৭৯ (?) । মূল কাহিনি ।। ‘হাঁস’, প্রেমেন্দ্র মিত্র । শিল্পী ।। ফাল্গুনী (ধ্রুব রায়?) । |
********************************************************************************
BlOGUS
ব্লগের ‘‘কৈলাসে
ঘনাদা’ কমিকস - ১’ আপনাদের মতামতের জন্য সাগ্রহে
অপেক্ষমাণ ।
********************************************************************************
পুনশ্চ ।। ঘনাদা-র
সাত দশক উপলক্ষে সাজানো হচ্ছে অলংকরণ আর্কাইভ ‘ঘনাদা গ্যালারি’ ওয়েবসাইট :
‘ঘনাদা গ্যালারি’ ফেসবুক পেজে পাবেন তার
নতুন নতুন খবর :
সবার
আমন্ত্রণ রইল ।
‘ঘনাদা
গ্যালারি’ ওয়েবসাইট :
http://ghanada.wixsite.com/ghanada-gallery |
********************************************************************************
12 comments:
কৈলাসে ঘনাদা অঙ্কনে পোলারিস নিঃসন্দেহে। দারুন আবিষ্কার। চারমূর্তির লিঙ্ক গুলো কাজ করছে না।
Eki! Ami e dekhchi first to comment.. :) aare souravda,oto proshongsha Amar koro na.. Banglar lok ae comics porte parbe etai jothesto Amar kache.. :)
অশেষ ধন্যবাদ ।
'চারমূর্তি' কমিকসের লিঙ্ক কিন্তু আমার এখান থেকে কাজ করছে ।
যেমন প্রথম পর্ব :
https://blogus-abogusblog.blogspot.in/2016/12/Charmurti-Comics-1.html
একটু দেখবেন এখনো সমস্যা হচ্ছে কিনা ।
এই পোস্ট তোমাকে ছাড়া সম্ভব হত না ।
ধন্যবাদ অবশ্যই তোমার প্রাপ্য !
ভাল থেকো স্বাগত ।
Ekta Ghonada Comics Somoggro plan koro na Saurabh da.Koto comics achey excluding Ananda Publishers, tar ekta list ki paoa jay?
ধন্যবাদ সুমিত ।
তবে কমিকস সম্পর্কে আমার জ্ঞান ভীষণ সীমিত ।
এ-ব্যাপারে তুমি, শান্তনু, স্বাগত, ইন্দ্রনাথ বাবু - তোমরাই গবেষণা করার যোগ্যতম ব্যক্তি ।
'যুগান্তর'-এই প্রকাশিত হত 'ইতিহাসে ঘনাদা' নামে রেবতীভূষণ-এর কমিকস ।
সেটার কোনো হদিশ পাইনি ।
শুভ্র চক্রবর্তী-কে বাদ দিলে এছাড়া ফাল্গুনী, গৌতম কর্মকার, রঞ্জন দত্ত প্রমুখ শিল্পীরা ঘনাদা-কে নিয়ে কাজ করেছেন ।
এইটুকুই জানা আছে ।
'ঘনাদা গ্যালারি' সাইটে কিছু-কিছু কমিকসের উল্লেখ আছে :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/comics
তবে এই লিস্ট কখনই সম্পূর্ণ নয় ।
chomotkaar. doser ei comicser beparta ekdom ajana chilo. kintu bolchi eita ar the blogus blog chara kono link khulche na keno? monorojon museumero eki obostha
nah. khuleche. bolchi motamuti konkon patrikay os ke nie comics bar hoeche ektu jana jay?
অশেষ ধন্যবাদ প্রীতম বাবু ।
অনেকেই বলছেন যে কিছু কিছু লিঙ্ক খুলছে না ।
কারণটা বুঝতে পারছি না ।
আমাদের এখনো অবধি এমন সমস্যা হয়নি ...
ঘনাদা কমিকস সম্পর্কে খুব বেশি তথ্য আমরা পাইনি ।
যেটুকু জেনেছি, 'ঘনাদা গ্যালারি' ওয়েবসাইটের এই লিঙ্কে পাবেন :
http://ghanada.wixsite.com/ghanada-gallery/comics
ভাল থাকবেন । :)
anekdin aste parini. han ghonada galleryte dekhlam. bolchi sharadindur kono ogyato ba solpogyato bepar nie ekta post hok na. boroda nie kichu hoy na?
খুব ভাল প্রস্তাব ।
অবশ্যই চেষ্টা করব ।
'মেজকর্তা'-সংক্রান্ত পোস্টে প্রসঙ্গক্রমে এসেছিল বরদা-র কথা :
https://blogus-abogusblog.blogspot.in/2017/02/Mejokarta-Headpieces.html
Post a Comment