Friday, 15 July 2016

Unknown Manoranjan.

কোন্ জন, মনোরঞ্জন ?


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়

From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে কোন্ জন, মনোরঞ্জন ?

  
From the 'Blogus' blog

মনোরঞ্জন ভট্টাচার্য (১৯০৩ - ১৯৩৯)


[ধরুন আসছে-কাল । জানি না কোন্ সাল মৃত ছাপা বুক । ফেসবুকও নেই আর ।
এফ বিতকমা ফিউচার বং’ করেন ব্যবহার । 
ওয়েবসাইট তবু রয়ে গেছে কিছু লুপ্ত বাংলা ভাষে । 
অতীত বাঙালি দাঁড়ান বুঝি ফিউচার বং’-পাশে ।]

(কুতূহলী এফ বি’ সে এক, সঙ্গে যন্ত্রটীচার । 
বং’-কে বাংলা শিখিয়ে থাকেন, নাম বংটারপ্রেটার।)


ফিউচার বং [এফ বি] ।। , ন-য়ে ও, , ঞ জ, এন ...

বংটারপ্রেটার ।। নাম পড়তেই মূর্ছা গেলেন ! ওটা মনোরঞ্জন

ফিউচার বং ।। কোন্ জন ?

বংটারপ্রেটার ।। এ প্রশ্নটাই করেছিলেন রামধনু’-র পাঠক । 
সেই মনোরঞ্জন-ই কি পত্রিকা সম্পাদক, যিনি করেন সিনেমা আর নাটক ?

ফিউচার বং ।। এক ব্যক্তি নিশ্চয় ?

বংটারপ্রেটার ।। এক্কেবারেই নয় । 
একজন নাট্যাচার্য  
সাহিত্যে মনোরঞ্জন, অপরজন-এর কার্য ।

ফিউচার বং ।। উভয়ই ভট্টাচার্য ?

বংটারপ্রেটার ।। রাইট । 
লেখক-কে নিয়ে প্রাচীন এ ওয়েবসাইট

ফিউচার বং ।। মিউজিয়ম মনোরঞ্জন  

বংটারপ্রেটার ।। পড়তে আবার দন্ত না হয় ভঞ্জন ।
From the 'Blogus' blog
মনোরঞ্জন ভট্টাচার্য-র সম্পাদনায় প্রকাশিত
'রামধনু'-র শেষ সংখ্যা ।


ফিউচার বং ।। দেখতে দিন । 
মনোরঞ্জন-এর পারিবারিক রামধনুম্যাগাজিন । 
পরে উনি নিজেই সম্পাদক ।

বংটারপ্রেটার ।। ১৯৩৯ সালে মৃত্যু ইস্তক ।

ফিউচার বং ।। মাত্র ছত্রিশ বছর আয়ু ।

বংটারপ্রেটার ।। তার বেশি বাঁচেননি তো সুকুমার রায়ও ।

ফিউচার বং ।। বলছে, মনোরঞ্জন-এর শ্রেষ্ঠ সৃষ্টি গোয়েন্দা হুকাকাশি  
হুকাঅ্যাজ ইনহুক্কা’ ?
From the 'Blogus' blog
'সংসক্তপুরের রহস্য' গল্পে
গোয়েন্দা হুকাকাশি ।
শিল্পী : অজ্ঞাত

বংটারপ্রেটার ।। হুঁকো খেলেই কাশি !   
ছদ্ম-জাপানি নামের আড়ালে স্রষ্টার চাপা হাসি । 
নয় রগরগে রহস্য । 
জট-ছাড়ানোর বুদ্ধি-ব্যায়াম, মিশে তাতে মৃদু হাস্য । 
বাংলা মিস্ট্রি-র বুঝি হিস্ট্রি-ই গেল ঘুরে ।

ফিউচার বং ।। এমন লিখিয়ে বন্দি জাদুঘরে ! 
এছাড়াও তাঁর রামধনু’-তে নানান রঙের গল্প

বংটারপ্রেটার ।। অকালমৃত্যু । সেই কারণে সংখ্যা বেজায় অল্প ।

ফিউচার বং ।। স্কুল স্টোরি আর মজার কাহিনি, প্রবন্ধ রকমারি

বংটারপ্রেটার ।। এখানেও দেখ ছাপ সুকুমারী ! ... 
ভূতের গপ্পো মনোরঞ্জন লেখেননি কো মোটে । 
শিশু মন নাকি ওতে অকারণ ভীরু হয়ে বেড়ে ওঠে ।

ফিউচার বং ।। তাই হানাবাড়ীকি ভূতুড়ে পাহাড়’, যেখানেই চান্স আছে

বংটারপ্রেটার ।। ফাঁস করেছেন মানুষের মুখ, ভূত-মুখোশের  পাছে ।
From the 'Blogus' blog
হানাবাড়ী’-র অলংকরণ, ‘রামধনু
শিল্পী : অজ্ঞাত

ফিউচার বং ।। বইয়ের নামগুলো তো পড়ি ... 
চায়ের ধোঁয়া’, ‘ঘোষ চৌধুরীর ঘড়ি’, ‘সোনার হরিণ’, ‘নূতন পুরাণ’ – 
শেষেরটা কী কেস ?

বংটারপ্রেটার ।।লক্ষ্মণের শক্তিশেলমনে আছে ? বেশ । 
সেই প্যাটার্নে, মহাকাব্যের মহা হিরো নেন হিসসা, মজাদার কটা কিসসায় । 
পুরাণ-বোতলে  পানীয় নূতন স্বাদের । 
রামায়ণ-রথী রাখেন হস্ত মহাভারত-এর কাঁধে ।

ফিউচার বং ।। টেনিস গেম-এ ইন্দ্র চিৎ । বিজয়ী মেঘনাদ ।

বংটারপ্রেটার ।। তাই খেতাব ইন্দ্রজিৎ’ ! 
নূতন পুরাণঅনুসারে, কোন্ সংবাদপত্রে বেরোয় এক্সক্লুসিভ এই স্কুপ ? ... 
এক্কেবারে চুপ ?

ফিউচার বং ।। আসলে আউট অফ দ্য ব্লু ... যদি একটা ক্লু ...

বংটারপ্রেটার ।। রাবণ-রাজ্যবাসী যত ইয়ং  রাক্ষসদের মগজ, তারই সৃষ্টি অভিনব এই কাগজ ।

ফিউচার বং ।। আমার বুদ্ধি সব ভেপার ! কোন্ নিউজপেপার ?

বংটারপ্রেটার ।। এ-পত্রিকায়, লঙ্কার কচিকাঁচা-রা সব বাজিয়েছিলেন ডঙ্কা । 
তাই নামটি

ফিউচার বং ।। ... কাঁচা লঙ্কা’ ! 

From the 'Blogus' blog
'নূতন পুরাণ পর্যায়ের 'লঙ্কা-কাণ্ড' গল্প থেকে ।
শিল্পী : ফণীভূষণ গুপ্ত


[রইল এই আশঙ্কা - লুপ্ত না হয় বঙ্গ ভাঁড়ার, বিবিধ তার রত্ন অনাগত ফিউচার বং, কোরো এইটুক যত্ন । 
উইল করলাম তোমাকেই শুধু আজ যে – ‘মনোরঞ্জন মিউজিয়ম , যা অন্তর্জালে সাজছে ]

_______________________________________________________________________________________________________

  'মনোরঞ্জন মিউজিয়ম' ব্লগ : https://manoranjan-museum.blogspot.in/ 

_______________________________________________________________________________________________________

নাতি নাতনির বুলি’, ডিসেম্বর ২০১৫, প্রথম বর্ষ প্রথম সংখ্যায় প্রকাশিত । তাঁদের ধন্যবাদ ।
BlOGUS-এর জন্য পরিমার্জিত ।

________________________________________________________________________________________________________

2 comments:

HojO said...

ধন্য হউক আপনার মনোরঞ্জন-চর্চা !আপনার জন্যই হুকাকাশির কেরামতি এসেছিল সবার সামনে। ধন্যবাদ এই প্রয়াসকে !

Unknown said...

অশেষ ধন্যবাদ আপনাকে !
আপনাদের ভাল লাগলেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হয় ।