Friday, 29 April 2016

A Vidyasagar vignette


বিচিত্রিত বিদ্যাসাগর

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়

 
From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে বিচিত্রিত বিদ্যাসাগর

From the 'Blogus' blog.
মনোরঞ্জন ভট্টাচার্য-র সাগর-প্রসঙ্গথেকে ।
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত

 

From the 'Blogus' blog.
মনোরঞ্জন ভট্টাচার্য
(১৯০৩ - ১৯৩৯) ।


জাপানি গোয়েন্দা হুকাকাশি-র স্রষ্টা । ব্যাস্ ।
এই পরিচয় চাপা দিয়েছে তাঁর যাবতীয় অন্যান্য কীর্তি ।
মনোরঞ্জন ভট্টাচার্য
কাহিনি-কবিতা ছাড়াও নিয়মিত নিবন্ধ লিখতেন তিনি ।
স্ব-সম্পাদিত রামধনুপত্রিকায়
ভূগোল ইতিহাস । বিজ্ঞান । থাকত নানা ব্যক্তিত্বের কথাও ।

যেমন ‘সাগর-প্রসঙ্গ’ (‘রামধনু’, পৌষ ১৩৪১)
এক সংক্ষিপ্ত সরস রচনা যার কেন্দ্রে বিদ্যাসাগর
সঙ্গে ফণীভূষণ গুপ্ত (১৯০০ – ১৯৫৬)-কৃত প্রতিকৃতি ।
 

আসলে এই অলংকরণ ছিল শিল্পী-অঙ্কিত ‘চিত্রে বিদ্যাসাগর জীবনী’ সিরিজের একটি ছবির অংশ
‘সাগর-প্রসঙ্গ’ বেরনর বহুপূর্বেই ‘রামধনু
’-তে তার ধারাবাহিক উদয় (ফাল্গুন ১৩৩৫ – আষাঢ় ১৩৩৭)  


একালের চিত্রপ্রেমী পাঠকগণ কি এই সিরিজ দেখার সুযোগ পেয়েছেন ? বা আদৌ পাবেন ? 
সেই আক্ষেপ মেটাতেই BlOGUS-এর এই সংরক্ষণ-প্রয়াস ।
ইন্টারনেটে রাখা ‘রামধনু’ থেকে । 

ফণী গুপ্ত মহাশয়ের নাম বললেই অন্য একজনের চেহারা মনে আসে
কুমুদরঞ্জন মল্লিক-এর ‘রামসুক তেওয়ারী
From the 'Blogus' blog.
কুমুদরঞ্জন মল্লিক রচিত রামসুক তেওয়ারীকবিতার অলংকরণ ।
(বাঁদিকে)
দেব সাহিত্য কুটীর প্রকাশিত ছোটদের চয়নিকা’ (১৩৩৮) থেকে ।
(ডানদিকে)
রামধনু’, ভাদ্র ১৩৩৮ থেকে ।
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত











দুবার দুটি স্বতন্ত্র ছবি । প্রায় বিজ্ঞাপনের বিফোর আর আফটার ঢঙে । 
তাতেই স্পষ্ট ধরা পড়ে রামসুক-এর অসুখ ।

‘রামধনু’ ও ‘শিশুসাথী’ পরিবারের অন্যতম ছিলেন সরকারি আর্ট স্কুল-এর শিক্ষক ফণীভূষণ
হুকাকাশি-র প্রথম অলংকরণও তাঁরই ।
From the 'Blogus' blog.
ফণীভূষণ গুপ্ত (১৯০০ - ১৯৫৬) ।
'রামধনু', কার্ত্তিক ১৩৩৫ সংখ্যায় প্রকাশিত একটি গ্রুপ ফটো থেকে
From the 'Blogus' blog.
ফণীভূষণ গুপ্ত মহাশয়ের স্বাক্ষর
From the 'Blogus' blog.
‘রামধনু’ পত্রিকায় আশ্বিন ১৩৩৮ সনে প্রকাশিত ‘চিত্র-কৌতুক’
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত
From the 'Blogus' blog.
‘শিশু সাথী’, ১৩৫৯ থেকে
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত




খগেন্দ্রনাথ মিত্র লেখেন,
বাংলা শিশু-সাহিত্যে চিত্রাঙ্কন রীতিতে পরিবর্তন এনে 
তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন







চিত্রে বিদ্যাসাগর জীবনী’ ছবিতে গল্প ।
প্রত্যেক মাসে একটি করে রঙিন প্যানেল । মোট ১৪ টি ।
সঙ্গে ক্যাপশন ছাড়াও বিস্তারিত চিত্র-পরিচয়
তার রচয়িতা হয়ত খোদ তৎকালীন সম্পাদক মনোরঞ্জন

ভাদ্র ১৩৩৬ সংখ্যায় প্রকাশিত হয় নিচের বিজ্ঞপ্তি

From the 'Blogus' blog.

বোঝা যায়, কত নিখুঁতভাবে এই সিরিজ উপস্থাপিত করতে আগ্রহী ছিল রামধনু
 

মাঘ মাসে বেরয় আরেকটি নোটিস । 
From the 'Blogus' blog.


কিস্তিতে কিস্তিতে চিত্র-কাহিনি কি ইতিপূর্বে  কখনও বাংলা সাময়িকপত্রে ছাপা হয় ?
কমিক্স-এক্সপার্টগণ কী বলেন ? 


From the 'Blogus' blog.
ময়ূখ চৌধুরী- মৃত্যুহীন প্রাণথেকে অমর চিত্র কথা 
বারবার কমিক্সের নায়ক হয়েছেন বীরসিংহের সিংহশিশু 
ফণীভূষণ গুপ্ত-র এই ভুলে-যাওয়া ছবি-জীবনী বুঝি তাদের পূর্বসূরি ।


BlOGUS-এ পরপর সাজানো হল ‘চিত্রে বিদ্যাসাগর জীবনী
তার পরে একত্রে ১৪ টি ছবির
চিত্র-পরিচয়
মূল অলংকরণসমূহ বহুবর্ণ ছিল ।

 

[ফণীভূষণ গুপ্ত সম্পর্কিত তথ্য ।। ‘কার্টুন রঙ্গ বিচিত্রা’, বিশ্বদেব গঙ্গোপাধ্যায় ; ‘শতাব্দীর শিশু-সাহিত্য’, খগেন্দ্রনাথ মিত্র ]

From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.

From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.
From the 'Blogus' blog.