কমিকসে ‘চারমূর্তি’ - ১
== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা
অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
পোস্টের
বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।
নারায়ণ গঙ্গোপাধ্যায়, ‘চারমূর্তি’ চিত্র-কাহিনি, সুবোধ দাশগুপ্ত । |
বাংলা
খবরের কাগজের কমিকস ?
সে-জিনিস আবার আর কেউ সংরক্ষণ করেন নাকি ?
করেন
। পাওয়া গেল এমন একজনকে ।
BlOGUS ব্লগের একটি পোস্ট ছিল ‘টেনিদা
ও চিত্রিত ‘চার
মূর্ত্তি’’ :
সেই সূত্রে লিখলেন শ্রী দেবাশিস চক্রবর্তী ।
জানালেন
তাঁর বাঁচিয়ে-রাখা এক আশ্চর্য গুপ্তধনের খবর ।
কথা
দিলেন, শহরে ফিরলেই আমাদের জন্য সেটি খুঁজে রাখবেন ।
দেবাশিস বাবু প্রতিশ্রুতি
রেখেছেন । আমরা ধন্য ।
৬ ই আষাঢ় ১৩৭৯ । মঙ্গলবার ।
‘যুগান্তর’ পত্রিকার ‘ছোটদের পাততাড়ি’ বিভাগে শুরু হয় ‘চারমূর্তি’ চিত্র-কাহিনি ।
‘যুগান্তর’ পত্রিকার ‘ছোটদের পাততাড়ি’ বিভাগে শুরু হয় ‘চারমূর্তি’ চিত্র-কাহিনি ।
নারায়ণ
গঙ্গোপাধ্যায়-এর ক্লাসিক চিত্রায়িত করেন
চির-ব্যতিক্রমী শিল্পী সুবোধ দাশগুপ্ত ।
তেইশ কিস্তির ধারাবাহিক ।
‘ছোটদের পাততাড়ি’, ‘যুগান্তর’, ২০ শে জুন, ১৯৭২ । |
এই বিজ্ঞাপন বহন করছে ধারাবাহিক কমিকসটির জনপ্রিয়তার প্রমাণ । |
সুবোধ বাবুর সুযোগ্য পুত্র শ্রী সন্দীপ দাশগুপ্ত-র সানন্দ
অনুমতি মিলেছে ।
তাই BlOGUS -এ এবার রইল সেই লুপ্ত ‘চারমূর্তি’ কমিকসের প্রথম দফা । পাঁচটি কিস্তি ।
পরের অংশ মিলবে ‘কমিকসে ‘চারমূর্তি’ – ২’ পোস্টে :
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-2.html
সন্দীপ বাবু-র পাশাপাশি আমরা ঋণী কমিকস-ভক্ত শ্রী স্বাগত দত্ত বর্মণ-এর কাছে ।
পরের অংশ মিলবে ‘কমিকসে ‘চারমূর্তি’ – ২’ পোস্টে :
https://blogus-abogusblog.blogspot.in/2017/01/Charmurti-Comics-2.html
সন্দীপ বাবু-র পাশাপাশি আমরা ঋণী কমিকস-ভক্ত শ্রী স্বাগত দত্ত বর্মণ-এর কাছে ।
‘চারমূর্তি’-র
অমূল্য খাতাখানি তিনিই সংগ্রহ করে এনেছেন ।
সর্বোপরি,
শ্রী দেবাশিস চক্রবর্তী । অশেষ
ধন্যবাদ আপনাকে ।
ভাগ্যিস
আপনি ছোটবেলায় সংবাদপত্রের ছবিতে-গল্প এমন সযত্নে জমিয়ে রাখতেন ।
********************************************************************************
‘চারমূর্তি’
কমিকস, কিস্তি ১, ‘যুগান্তর’, ২০-০৬-১৯৭২, মঙ্গলবার ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় । |
‘চারমূর্তি’
কমিকস, কিস্তি ২, ‘যুগান্তর’, ২৭-০৬-১৯৭২ ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় । |
‘চারমূর্তি’
কমিকস, কিস্তি ৩, ‘যুগান্তর’, ১৯৭২ ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় । |
‘চারমূর্তি’
কমিকস, কিস্তি ৪, ‘যুগান্তর’, ১৯৭২ ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় । |
‘চারমূর্তি’
কমিকস, কিস্তি ৫, ‘যুগান্তর’, ১৯৭২ ।
শিল্পী ।। সুবোধ দাশগুপ্ত ।কাহিনি ।। নারায়ণ গঙ্গোপাধ্যায় । |
********************************************************************************
পুনশ্চ ।। BlOGUS
ব্লগের এই ‘কমিকসে ‘চারমূর্তি’ - ১’ আপনাদের মতামতের জন্য সাগ্রহে
অপেক্ষমাণ ।
সাড়া না মিললে কমিকসের
দফা # ২ পোস্ট করা হবে না ।
হুঁ । ব্ল্যাকমেল ।
********************************************************************************
পুনঃপুনশ্চ ।। টেনিদা-র সাত দশক উপলক্ষে সাজানো হচ্ছে অলংকরণ আর্কাইভ ‘টেনিদা
ট্রেজারি’ ব্লগ :
‘টেনিদা
ট্রেজারি’ ফেসবুক গ্রুপে পাবেন ব্লগের নতুন নতুন খবর :
গ্রুপের সদস্য হতে, উপরের
লিঙ্কে গিয়ে ক্লিক করুন ‘Join Group’ ।
সবার আমন্ত্রণ রইল ।
‘টেনিদা
ট্রেজারি’ ব্লগ : |
********************************************************************************
22 comments:
Etai reply na dewa paap, sei paap korte chai notun bochorer prothom dine. Ki upohar dile. Khub bhalo anka.
আগে এটা পড়া হয়নি। অনেক ধন্যবাদ। কিন্তু বাকি কিস্তিগুলো?
অশেষ ধন্যবাদ অর্ণব !
বছরের পয়লা দিনেই তোমার ভাল লাগার কথা জেনে ভীষণ আনন্দ পেলাম ।
ভাল থেকো ।
অশেষ ধন্যবাদ শিশির বাবু ।
বাকি কিস্তিগুলো আস্তে আস্তে রাখবার ইচ্ছে রইল ।
নতুন বছর খুব আনন্দে কাটুক, এই কামনা করি ।
সেরা সেরা!! দারুন সংগ্রহ সৌরভ-বাবু - আশা করছি এবছরটা দুর্দান্ত হবে|
অশেষ ধন্যবাদ সুমিত বাবু !
আপনার নতুন বছরও দারুণ কাটুক, এই কামনা করি ।
thanks a lot saurabh da.. scan gulo jothesto valo.. tomar effort o kichu kom noy..
& happy new year..notun bochor amader sobar bhalo katuk.. :)
Fine Sourav ei comics ta odhora chilo...thank you....Purota chai...��
ধন্যবাদ রুস্তম দা !
সকলের আগ্রহ থাকলে অবশ্যই বাকিটা রাখব ।
নতুন বছর খুব আনন্দে কাটুক ।
ধন্যবাদ স্বাগত ।
তুমি কমিকসটি সংগ্রহ করে না আনলে এই পোস্ট সম্ভবই হত না ।
নতুন বছর খুব আনন্দে কাটুক, এই কামনা করি ।
durdanto. bakituku paoar jonno adhir apekkhay.
ধন্যবাদ প্রীতম বাবু !
সকলের আগ্রহ থাকলে অবশ্যই বাকিটা রাখব ।
নতুন বছর খুব আনন্দে কাটুক ।
অতুলনীয়! কমিকস জিনিসটাই এমন যে সামনে পেলে না পড়ে থাকা যায়না। তার ওপর যদি পাই "চারমূর্তি" তাহলে তো কথাই নেই।
এইসব অমূল্য সম্ভার শুধু আপনারাই ফিরিয়ে আনতে পারেন আমাদের সামনে। অভিনন্দন ও ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ !
তবে শ্রী দেবাশিস চক্রবর্তী কষ্ট করে এগুলিকে চার দশক ধরে জিইয়ে না রাখলে, কিছুই করা যেত না ।
আর ঋজু বাবু-র উৎসাহ না পেলে Blogus কবেই পাততাড়ি গোটাত ।
অসাধারণ....
কি সব মণিমুক্তোর সন্ধান দিচ্ছেন মশাই!
অশেষ ধন্যবাদ !
অশেষ ধন্যবাদ অতনু বাবু !
Asadharon proyas. Chhotobelai phire gelam.
অশেষ ধন্যবাদ সঞ্জয় বাবু ।
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।
দারুণ! মন ভাল করে দিলেন আপনারা। যিনি সংরক্ষণ করেছিলেন তাঁকে অজস্র ধন্যবাদ। আপনারা যে সামনে নিয়ে এলেন সেজন্য আপনাদেরও ধন্যবাদ। পরের কিস্তিগুলোও পড়তে চাই।
অশেষ ধন্যবাদ অরিন্দম বাবু ।
Blogus ব্লগে স্বাগত জানাই ।
'কমিকসে ‘চারমূর্তি’' সিরিজের বাকি সব কিস্তি মিলবে এই লিঙ্কগুলিতে :
https://blogus-abogusblog.blogspot.com/2017/01/Charmurti-Comics-2.html
https://blogus-abogusblog.blogspot.com/2017/01/Charmurti-Comics-3.html
https://blogus-abogusblog.blogspot.com/2017/02/Charmurti-Comics-4.html
Post a Comment