Friday, 26 August 2016

Bimal-Kumar : An Incomplete Adventure

অসমাপ্ত বিমল-কুমার ।। ‘সোনার পাহাড়’


== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় ==
পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়

 

From the 'Blogus' blog.
BlOGUS ব্লগে অসমাপ্ত বিমল-কুমার ।। সোনার পাহাড়

 

From the 'Blogus' blog.
রোমাঞ্চকর কিশোর-সাহিত্যের হেম-আসনে আজও আসীন হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮ – ১৯৬৩) ।


এক শতকের উপর আরও তিনটি দশক প্রায়
হেম-আসনে অধিষ্ঠিত আজও হেমেন রায়
সাহিত্যিকের মৃত্যুর পর আধ-শতাব্দী পার
সাল ধরে তাঁর লেখা সাজাবার কেউ নিল না ভার ।



ধরুন বিমল-কুমার
সবাই জানি, ‘যখের ধন’-ই ফার্স্ট অ্যাডভেঞ্চার । 
কিন্তু সেটির পয়লা প্রকাশ - কবে এবং কোথায় ? 
১৩৩০ বঙ্গাব্দে, মৌচাক’-এর পাতায় ।

From the 'Blogus' blog.
মৌচাক’ পত্রিকায় ব্যবহৃত ‘যখের ধন’-এর হেডপীস ।





দুটি বছর পরে তাঁদের মেঘদূত-দেশে গমন
From the 'Blogus' blog.
মৌচাক’-এ ‘মেঘদূতের মর্ত্যে আগমন’ সমাপ্ত হয় আষাঢ় ১৩৩৩ সংখ্যায় ।


মৌচাক’-এই তিন নম্বর, ময়নামতী-ভ্রমণ ।
From the 'Blogus' blog.
মৌচাক’-এ ‘ময়নামতীর মায়াকানন’ প্রকাশিত হয় শ্রাবণ ১৩৩৩ থেকে আষাঢ় ১৩৩৪ পর্যন্ত ।


গেলেন কোথায় কুমার-বিমল, চতুর্থ অভিযানে ?
BlOGUS ব্লগের বিদ্যের দৌড় থামল এইখানে ।


১৩৩৪
ময়নামতীর মায়াকাননআষাঢ়-এ ফিনিশ ।

জানা গেল আশ্বিন-এর ‘মৌচাক’টি পড়ে -
নয়া হেমেন্দ্র আসছে নাকি, পরের সংখ্যা চড়ে ।
From the 'Blogus' blog.
সম্পাদকের চিঠি’, ‘মৌচাক’, আশ্বিন ১৩৩৪





এল সেই কার্ত্তিক
বিমল-কুমার ধারাবাহিক তো আরম্ভ হল ঠিক ।

From the 'Blogus' blog.

বিমল-কুমার-এর ধারাবাহিক ‘সোনার পাহাড়’, ‘মৌচাক’, কার্ত্তিক ১৩৩৪
একটিমাত্র কিস্তির পর এটি অসমাপ্ত অবস্থায় বন্ধ হয়ে যায় ।
 
From the 'Blogus' blog.
সোনার পাহাড়’ -এর প্রথম কিস্তির পাদটীকা

অ্যাডভেঞ্চার-ত্রয়ীর অন্তে একঘেয়ে জীবন ...
উদ্দাম উচাটন, তাই কুমার সেন-এর মন ।
হারিয়েছে তাঁর হাসি
কত বিদেশি, তবু এ-জুটির দর্শন-অভিলাষী । 


এল আচমকা চান্স
চন্দ্রনাথ-এর আগমনে, ফিরবে কি রোমান্স ?
বৈঠকখানা ঘরে -
মাঝবয়সী অতিথ এলেন, বিমল রায়-এর তরে । 
সিংহল দেশে ঘুরে অবশেষে, চিনে সোনার পাহাড় 
খুইয়ে কান, এলেন সটান, প্রস্তাব নিয়ে তাঁর । 

কী সে প্রপোজাল ? আমাদের আর, নেই জানার উপায় ।
সোনার পাহাড়উপন্যাস যে শেষ হল না হায় ! 

মাত্র একটি কিস্তি । নীরবতা তারপর ।

দুঃসংবাদ ফাঁস করলেন ‘মৌচাক’ এডিটর ।
 
From the 'Blogus' blog.
সম্পাদকের চিঠি’, ‘মৌচাক’, মাঘ ১৩৩৪

From the 'Blogus' blog.

মৌচাক’-সম্পাদক উল্লিখিত সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়-এর উপন্যাসটি ‘লাল কুঠি’ ।
পৌষ ১৩৩৪ থেকে ধারাবাহিক সূচনা ।


সিংহল-এ ছিল নির্ধারিত চতুর্থ অভিযান
সোনার পাহাড় পৌঁছে যাবার স্বপ্নটি খান খান !
 




__________________________________________________________________________________________________


হিমালয়ের ভয়ংকর’ (১৩৪১ – ১৩৪২) ধারাবাহিক এবং ‘সূর্য্যনগরীর গুপ্তধন’ রচনার পরে কোনো সময়, 
হেমেন্দ্রকুমার রায় লেখেন ‘সোনার পাহাড়ের যাত্রী’।

কিন্তু সেই নিউ গিনি অভিযানের সঙ্গে সিংহল-কেন্দ্রিক অসমাপ্ত ‘সোনার পাহাড়’-এর একটুও মিল নেই । 
__________________________________________________________________________________________________

যখের ধন’-এর চলচ্চিত্ররূপ নিয়ে দ্রষ্টব্য  
BlOGUS ব্লগে ‘বিমল । কুমার । রামহরি । লেখা ।: 
__________________________________________________________________________________________________




******************************************************************************** 
শ্রী সোমনাথ দাশগুপ্ত-র প্রতি  BlOGUS সবিশেষ কৃতজ্ঞ । 
********************************************************************************